সিলেটে পৃথক দুর্ঘটনায় তিন জনের প্রাণহানি

নিজস্ব প্রতিবেদক


জুলাই ২১, ২০২২
০২:১৭ পূর্বাহ্ন


আপডেট : জুলাই ২১, ২০২২
০২:৩৫ পূর্বাহ্ন



সিলেটে পৃথক দুর্ঘটনায় তিন জনের প্রাণহানি

সিলেটে পৃথক দুর্ঘটনায় তিনজনের প্রাণহানি ঘটেছে। বুধবার (২০ জুলাই) সিলেট সদর, ওসমানীনগর ও বিয়ানীবাজারে পৃথক দুর্ঘটনা ঘটে।
আমাদের ওসমানীনগর প্রতিনিধি জানিয়েছেন, বুধবার বেলা একটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের তাজপুর বাজারে মাইক্রোবাস ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। আরও দুইজন আহত হয়েছেন।
নিহত এনাম বক্স উপজেলার উসমানপুর ইউনিয়নের ফকিরপাড়া গ্রামের ছালিক বক্সের পুত্র। আহতরা হলেন, রানী আক্তার, শাহজাহান মিয়া।
দুর্ঘটনায় তিন জন আহত হলে তাজপুর ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের সদস্যরা তাদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে প্রেরণ করেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এনাম বক্স এর মৃত্যু হয়।
তামাবিল হাইওয়ে পুলিশের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত (ওসি) পরিমল চন্দ্র দেব দুর্ঘটনা ও একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। দুর্ঘটনা কবলিত দুটি গাড়ি জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহন করা হচ্ছে বলে জানিয়েছেন ওসি।
আমাদের বিয়ানীবাজার প্রতিনিধি জানিয়েছেন, বিয়ানীবাজারে ঔষধ কোম্পানির গাড়ি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবকের মৃত্যু হয়েছে। নিহত যুবকের নাম আসাদুজ্জামান মুন্না (২২)। তিনি দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল আরোহী ছিলেন।
গত মঙ্গলবার সন্ধ্যায় সিলেট-বিয়ানীবাজার সড়কের আব্দুল্লাহপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত মুন্না উপজেলার শেওলা ইউনিয়নের বাসিন্দা।
স্থানীয়রা জানান, সিলেট-বিয়ানীবাজার আঞ্চলিক সড়কের বৈরাগীবাজার এলাকার আব্দুল্লাহপুর অংশে বিপরীতগামী একটি ঔষধ কোম্পানির গাড়ির সঙ্গে নিহত মুন্নার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মোটারসাইকেল আরোহী মুন্না মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বিয়ানীবাজার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বিয়ানীবাজার থানার পরিদর্শক (তদন্ত) মেহেদি হাসান বলেন, ‘আমরা লাশ উদ্ধার করেছি। পরবর্তীতে বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের অনুমতি নিয়ে ময়নাতদন্ত ছাড়া লাশ দাফন করা হয়েছে।
এদিকে, বুধবার ভোর ৫টায় শহরতলীর বিমানবন্দর এলাকার নয়াটিলা গ্রামে মাছ ধরতে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে মারা গেছেন এক বৃদ্ধ। মৃত নূর ইসলাম (৭০) বিমানবন্দর থানার পীরেরগাঁওয়ের আনছর আলীর পুত্র।
সিলেট মহানগর পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) বিএম আশরাফ উল্যাহ তাহের জানান, বুধবার ভোর সাড়ে ৫টার দিকে নূর ইসলাম তার বাড়ির পাশে জাউল্লা বিলে মাছ ধরতে যান। মাছ ধরতে যাওয়ার পথে বিলের ধারে নয়াটিলা গ্রামের আলম মিয়ার পুকুরপাড়ে বিদ্যুতের জড়িয়ে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরিবারের পক্ষ থেকে অভিযোগ না থাকায় থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। ময়না তদন্ত ছাড়া লাশ দাফন করা হয়েছে।

এসএইচ/০৩