নিজস্ব প্রতিবেদক
জুলাই ২২, ২০২২
১২:০১ পূর্বাহ্ন
আপডেট : জুলাই ২২, ২০২২
১২:০৭ পূর্বাহ্ন
সিলেটে তিনশ বন্যার্ত প্রতিবন্ধীকে ত্রাণ দিলো বাংলাদেশ প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা (বিপিইউএস)। বৃহস্পতিবার বিকালে নগরের দাড়িয়াপাড়াস্থ রসময় মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে তাদের হাতে ত্রাণ বিতরণ তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত আজমেরী হক।
বিপিইউএস এর সভাপতি বদিউল আলমের সভাপতিত্বে ও ডিসঅ্যাবল্ড কমিউনিটি অ্যাডভান্সম্যান্ট ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক স্বপন মাহমুদের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ রেনু, রসময় মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুজ্জামান, সমকাল সিলেটের স্টাফ রিপোর্টার মুকিত রহমানী, গ্রীণ ডিজঅ্যাবল্ড ফাউন্টেশনের মহাসচিব ও নির্বাহী পরিচালক রায়জীদ খান।
![]()
অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রতিবন্ধী মানুষ অবহেলিত বা সমাজের বোঝা নয়। প্রয়োজনীয় প্রশিক্ষণ পেলে তারাও সমাজ উন্নয়নে ভুমিকা রাখতে পারবে। স্মরণকালের ভয়াবহ বন্যায় সবার মত প্রতিবন্ধী মানুষেরও ব্যায়াপক ক্ষতি হয়েছে। বন্যায় ক্ষতিগ্রস্থ প্রতিবন্ধীদের সহায়তায় বাংলাদেশ প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা এগিয়ে আসায় বক্তারা সংস্থার সঙ্গে সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান এবং বিপন্ন জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে এমন কার্যক্রম অব্যাহত রাখতে হবে। তারা প্রতিবন্ধীদের জীবনমান উন্নয়নে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান।
বাংলাদেশ প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সভাপতি জানান, আগামি সপ্তাহে ওই তিনশ পরিবারের মধ্যে আবারও চাল ও ডালসহ খাদ্যা সামগ্রী বিতরণ করা হবে।
উপস্থিত ছিলেন রহমানিয়া প্রতিবন্ধী ফাউন্ডেশনের সভাপতি আতাউর রহমান খান সামসু, বাংলাদেশ ইকুয়্যালিটি সোসাইটির নির্বাহী পরিচালক রুকশানা বেগম, প্রতিবন্ধী নাগরিক প্রতিবন্ধী নাগরিক পরিষদের সিনিয়র সহ সভাপতি সৈয়দ আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক মাসুম আহমদ চৌধুরী, শিক্ষিকা নমিতা রাণী দে, সাবিনা ইয়াছমীন, শিক্ষক সালাম মিয়া, সুপারভাইজার রায়হান খান প্রমুখ।
এএন/০১