গোলাপগঞ্জ প্রতিনিধি
জুলাই ২৪, ২০২২
০২:৩৭ পূর্বাহ্ন
আপডেট : জুলাই ২৪, ২০২২
০২:৩৭ পূর্বাহ্ন
সিলেটের গোলাপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামী লীগের সদস্য এনামুল হক রুহেলের নাগরিক স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (২৩ জুলাই) বিকেল ৩টায় উপজেলার ঢাকাদক্ষিণ বহুমূখী উচ্চ বিদ্যালয় ও কলেজের অডিটোরিয়ামে এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়। রকিব উদ্দিন মেমোরিয়াল ট্রাস্ট এর আয়োজন করে।
ট্রাস্টের সভাপতি গুলজার আহমদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক, উপজেলা আওয়ামী লীগের সহ-দফতর সম্পাদক হোসেন আহমদ এর পরিচালনায় সভায় এনামুল হক রুহেলের স্মৃতিচারণ করে বক্তব্যে রাখেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান মনজুর সাফি চৌধুরী এলিম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিক আহমদ, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বদরুল ইসলাম শোয়েব, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনসুর আহমদ, ঢাকাদক্ষিণ বহুমূখী উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ রেজাউল আমিন, উপজেলা বিএনপির সভাপতি নুমান উদ্দিন মুরাদ, বিশিষ্ট রাজনীতিবীদ ও সমাজসেবক মহিউসুন্নাহ চৌধুরী নার্জিস, উপজেলা আওয়ামী যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান চৌধুরী রিংকু, দেলোয়ার হোসেন চুন্নু, ঢাকাদক্ষিণ বহুমূখী উচ্চ বিদ্যালয় ও কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল মুতলিব মছন, সরকারি এমসি একাডেমীর স্কুল এন্ড কলেজের সাবেক অধ্যক্ষ মনসুর আহমদ চৌধুরী, লক্ষিপাশা ইউনিয়নের চেয়ারম্যান মাহতাব উদ্দিন জেবুল, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খায়রুল হক, ত্রাণ সম্পাদক শাহাব উদ্দিন, ঢাকাদক্ষিণ বহুমূখী উচ্চ বিদ্যালয় ও কলেজের পরিচালনা কমিটির সদস্য মোহাম্মদ আলাউদ্দিন, ঢাকাদক্ষিণ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারী প্রধান শিক্ষক ছলমান আহমদ চৌধুরী, বিশিষ্ট রাজনীতিবীদ ও সমাজসেবক এম এ ছায়াদ , মাওলানা আব্দুল হান্নান, উপজেলা আওয়ামী লীগের শিক্ষা সম্পাদক শিক্ষক কাজল কান্তি দাস, গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সপম্পাদক ইউনুস চৌধুরী, সাবেক সভাপতি অজামিল চন্দ্র নাথ, উপজেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক নাজিমুল হক লস্কর, স্বাস্থ্য ও জনসংখ্যা সম্পাদক রুমেল সিরাজ, শরীফগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি লুৎফুর রহমান লুতি, ঢাকাদক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, ঢাকাদক্ষিণ বহুমূখী উচ্চ বিদ্যালয় ও কলেজের পরিচালনা কমিটির সদস্য সেলিম আহমদ, বিশিষ্ট শিক্ষানুরাগী রেজওয়ান হোসেন রাজু, ঢাকাদক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফরহাদ মোহাম্মদ রুবেন।
এসময় উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ছয়েফ আহমদ চৌধুরী, বিশিষ্ট শিক্ষানুরাগী আবদুল জলিল, ট্রাফিক ইন্সপেক্টর তুহিন আহমদ, ঢাকাদক্ষিণ বহুমূখী উচ্চ বিদ্যালয় ও কলেজের পরিচালনা কমিটির সদস্য কামরুজ্জামান, সুলতান আহমদ, উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ফরহাদ আহমদ, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আবু সুফিয়ান আজম, সদস্য কামাল উদ্দিন, ইউপি সদস্য রেজাউল করিম রাজু, ঢাকাদক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি জয়নাল আহমদ খান, আফজল হোসেন, দফতর সম্পাদক আবুল কাশেম লিপু, কৃষি সম্পাদক আবু জাহিদ চৌধুরী, খর্দাপাড়া ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নূর আহমদ নুনু, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, মনোজ কুমার দে, বাবু লাল মালাকার, সমাজসেবক গোলাম দস্তগির খান ছামিন, গোলাপগঞ্জ প্রেসক্লাবের সদস্য ফারহান মাসউদ আফছর, ট্রাস্টের সদস্য ফয়সল আহমদ, রেমল আহমদ প্রমুখ ।
মোনাজাত পরিচালনা করেন মুফতি আবু জাহেদ। সভায় বক্তারা বলেন, এনামুল হক রুহেল আজীবন মানুষের জন্য রাজনীতি করে গেছেন । রাজনীতি থেকে অর্থ উপার্জন বা ব্যক্তি স্বার্থ উদ্ধারের চিন্তা তিনি কোনদিনই করেননি । নব্বইয়ের সৈরাচারবিরোধী আন্দোলন, সাইপাম সিমিটার আন্দোলন, শিক্ষা ও সাংস্কৃতিক উন্নয়নসহ প্রতিটি কাজে তিনি সামনে থেকে অংশ গ্রহণ করেছেন। কিন্তু নীতি ও আদর্শ থেকে কোন দিনই বিচ্যুত হোননি। সৎ, সজ্জন, সুবক্তা হিসেবে তিনি সকল দলমত নির্বিশেষে সকলের নিকট গ্রহণযোগ্য ছিলেন। তিনি সাদামনের পরিচ্ছন্ন রাজনীতিবিদ ছিলেন। রাজনৈতিক কর্মকান্ডের পাশপাশি তাঁর শিক্ষা, সংস্কৃতি ও সামাজসেবায় অবদান রাজনীতিবিদদের জন্য অনুকরনীয় হয়ে থাকবে।
এএফ/০৫