নিজস্ব প্রতিবেদক
জুলাই ২৫, ২০২২
১২:১৫ পূর্বাহ্ন
আপডেট : জুলাই ২৫, ২০২২
১২:১৫ পূর্বাহ্ন
সিলেটে পরিবেশ ধ্বংস করে টিলা কর্তনের দায়ে এক ব্যক্তিকে তিন মাসের কারাদণ্ড দিয়েছেন পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। রবিবার (২৪ জুলাই) দুপুরে সিলেট মহানগরের খাদিমনগরে এ অভিযান পরিচালনা করা হয়।
পরিবেশ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এমরান হোসেন জানান, শাহপরাণ থানার খাদিমনগর ইউনিয়নের চকগ্রামে টিলা কেটে ডোবা ভরাটের খবর পেয়ে অভিযান চালানো হয়। টিলা কাটার দায়ে জসিম উদ্দিন নামের একজনকে আটক করে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
এ সময় পরিবেশ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মো. মোহাইমিনুল হক সঙ্গে ছিলেন। টিলা কাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পরিবেশ অধিদপ্তর।
এসএইচ/০২