নিজস্ব প্রতিবেদক
জুলাই ২৫, ২০২২
০১:০৯ পূর্বাহ্ন
আপডেট : জুলাই ২৫, ২০২২
০১:০৯ পূর্বাহ্ন
সিলেট নগরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সিলেট। গতকাল রবিবার অভিযানে ৯ প্রতিষ্ঠানকে ২৫ হাজার পাঁচশ টাকা জরিমানা করা হয়েছে।
ভোক্তা অধিদপ্তরের বিভাগীয় কার্যালয় জানায়, রবিবার দিনভর অভিযান চালিয়ে সিলেট নগরের আম্বরখানা, কালীঘাট, ও লালদিঘীরপাড় বাজারে অভিযান চালানো হয়। এ সময় মূল্য তালিকা সংরক্ষণ ও প্রদর্শন না করা, নির্ধারিত মূল্যের অধিক দামে পণ্য বিক্রি, মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণ ও বিক্র, অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদনের দায়ে ৯টি প্রতিষ্ঠানকে ২৫ হাজার ৫শ টাকা জরিমানা করা হয়েছে।
এর মধ্যে আম্বরখানায় ৫টি প্রতিষ্ঠানকে ১৩ হাজার ৫০০, কালিঘাটে ৩টি প্রতিষ্ঠানকে ৭ হাজার ও লালদিঘীরপাড়ে ১টি প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক (মেট্রো) শ্যামল পুরকায়স্থ ও সহকারী পরিচালক মো. সেলিম মিয়া।
বাজার তদারকি করার সময় ব্যবসায়ীদের ভোক্তা-স্বার্থ সংরক্ষণ ও আইনকানুন মেনে ব্যবসা পরিচালনার জন্য নির্দেশনা প্রদান করা হয় এবং জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ভোক্তা ও ব্যবসায়ীদের মধ্যে প্রচারণামূলক লিফলেট-পাম্পলেট বিতরণ ও মাইকিং করা হয়।
অভিযানে সহায়তা করেন আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী, কনজুমার্স এসোয়িয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এবং স্থানীয় বাজার কমিটির সদস্যরা।
এসএইচ/০৩