কোম্পানীগঞ্জ প্রতিনিধি
জুলাই ২৫, ২০২২
০১:০৯ পূর্বাহ্ন
আপডেট : জুলাই ২৫, ২০২২
০১:০৯ পূর্বাহ্ন
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার টুকের বাজারে নামজুল ষ্টোর নামের একটি পাইকারী দোকানে দুর্ধর্ষ চুরি সংগঠিত হয়েছে।
আজ রবিবার (২৪ জুলাই) রাত ৮টায় কোম্পানীগঞ্জ থানায় এ ঘটনায় অজ্ঞাতনামা কয়েকজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী রউফ মিয়া।
চুরি হওয়া দোকানের সিসিটিভি ও অভিযোগপত্র থেকে জানা যায়, গতকাল শনিবার রাতে দোকান বন্ধ করে যাওয়ার পরে রাত একটা থেকে দুইটার মধ্যে এ চুরি সংঘটিত হয়। একটি চোর চক্রের দুই সদস্য মিলে নামজুল ষ্টোরের তিনটি ক্যাশ থেকে নগদ টাকা ও পাইকারি মূল্য বিক্রয়ের জন্য দোকানে রাখা কয়েক লাখ টাকার সিগারেট নিয়ে গেছে।
সিসিটিভির ফুটেজে চোর চক্রের এক সদস্য চেহারা খুবই স্পষ্ট দেখা গেলেও স্থানীয় বাসিন্দারা তাকে চিনতে পারে নাই। তাদের ধারণা চোর চক্রের যে সদস্যের চেহারা দেখা যাচ্ছে সে অন্য এলাকার এবং তারা এই ঘটনায় জড়িত তারা টুকেরবাজার এলাকার চোর।
চুরির ঘটনার খবর পেয়ে রবিবার রাতেই পুলিশ ঘটনাস্থল পরিশর্দন করে সিসিটিভি ফুটেজ ও ভুক্তভোগীর সাথে আলোচনা করে আসামীদের ধরতে পুলিশ তদন্ত করছে।
ভুক্তভোগী ব্যবসায়ী রউফ মিয়া বলেন, ‘পাশের দোকানের বেড়া কেটে আমার পাকা দোকানের ভেন্টিলেটর ভেঙে এসে চুরি করেছে। সিসিটিভিতে যে চোরকে দেখা যাচ্ছে তার শরীরে কোনো কাপড় ছিল না। মুখে গামছা বেঁধে তারা ভেতরে ঢুকে। তারপরও একজনের চেহারা দেখা গেছে তবে তাকে আমরা চিনতে পারিনি।‘
রউফ মিয়ার পাশের দোকানী শ্রী রঞ্জিত দাস বলেন, ‘আমার দোকানের বেড়া কেটে আমার দোকানের উপর দিয়ে তার দোকানের ছোট একটি ভেন্টিলেটর ভেঙে কিভাবে তারা চুরি করেছে। তা সিসিটিভিতে না দেখলে বিশ্বাস করার মতো না।’
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত চক্রবর্তী জানান, চুরির একটি সংবাদ পাওয়া মাত্র পুলিশ ঘটনাস্থল পরিশর্দন করেছে। অভিযোগটি তদন্ত করে দ্রুত আসামীদের আটক করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
কেএ-০১/এএফ-০৪