শাবিতে ছুরিকাঘাতে শিক্ষার্থী খুন

শাবিপ্রবি প্রতিনিধি


জুলাই ২৬, ২০২২
০১:০৩ পূর্বাহ্ন


আপডেট : জুলাই ২৬, ২০২২
০৯:৩৮ অপরাহ্ন



শাবিতে ছুরিকাঘাতে শিক্ষার্থী খুন

দুর্বৃত্তদের ছুরিকাঘাতে বুলবুল আহমেদ নামে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী খুন হয়েছেন।

তিনি বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। তার বাড়ি নরসিংদী জেলায়। 

আজ সোমবার (২৫ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী গাজিকালুর টিলায় তার রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখে অন্য শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে খবর দেন। 

বিষয়টি নিশ্চিত করেছেন, বুলবুলের সহপাঠী অমিত ভৌমিক। সিলেট এম এ জি ওসমানী মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় বলে জানান তিনি।

অমিত জানান, সন্ধ্যার বিশ্ববিদ্যালয়ের গাজীকালুর টিলায় তাকে ছুরিকাঘাত করে ছিনতাইকারীরা। তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এই বিষয়ে জানতে শাবিপ্রবির প্রক্টর ইশরাত ইবনে ইসমাইলকে একাধিকবার ফোন করা হলেও তাকে মুঠোফোনে পাওয়া যায়নি।

এইচএন/এসএইচ/০৪