গোয়াইনঘাটে নৌকাডুবে স্ত্রীর মৃত্যু, স্বামী নিখোঁজ

নিজস্ব প্রতিবেদক


জুলাই ২৬, ২০২২
০২:৪৯ পূর্বাহ্ন


আপডেট : জুলাই ২৬, ২০২২
০২:৫৩ পূর্বাহ্ন



গোয়াইনঘাটে নৌকাডুবে স্ত্রীর মৃত্যু, স্বামী নিখোঁজ

গোয়াইনঘাট উপজেলায় নদীতে বালুবাহী বাল্কহেডের ধাক্কায় খেয়া নৌকা ডুবে এক নারীর মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন তার স্বামী। তাদের শিশুসন্তানকে জীবিত উদ্ধার করা হয়েছে।
সোমবার (২৫ জুলাই) সন্ধ্যায় উপজেলার নন্দীরগাঁও ইউনিয়নে চেঙেরখাল এ দুর্ঘটনা ঘটে। নিহত নারী উপজেলার হাতিরকান্দি গ্রামের হায়ারুন বেগম (৪৫) নিখোঁজ আনফর আলী বাদু’র (৬৫) স্ত্রী। তাদের শিশুসন্তান রুহুল আমিনকে (১০) জীবিত উদ্ধার করেছেন স্থানীয়রা। এ ঘটনায় ৪ জনকে আটক করেছে পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম নজরুল ইসলাম। তিনি প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, উপজেলার হাতিরকান্দি গ্রামের আনফর আলী বাদু ও হায়ারুন বেগম তাদের শিশুসন্তান রুহুল আমিনকে নিয়ে চেঙ্গেরখাল নদীতে খেয়া পারাপারের সময় একটি বালুবাহী বাল্কহেড খেয়া নৌকায় ধাক্কা দিলে নৌকাটি উল্টে যায়। এতে তিনযাত্রী নদীতে তলিয়ে যান। স্থানীয়রা দ্রুত এগিয়ে গিয়ে রুহুল আমিনকে জীবিত উদ্ধার করেন। পরে, হায়ারুন বেগমের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। রাত পর্যন্ত নিখোঁজ আনফর আলীর খোঁজ পাওয়া যায়নি।
মঙ্গলবার সকাল থেকে ফের অভিযান শুরু হবে বলে জানিয়েছে তারা উদ্ধার অভিযান চালাবে ফায়ার সার্ভিস।

এসএইচ/০৫