শাবি শিক্ষার্থী খুনের ঘটনায় ৩ জন আটক

শাবিপ্রবি প্রতিনিধি


জুলাই ২৬, ২০২২
০৬:৫৪ অপরাহ্ন


আপডেট : জুলাই ২৭, ২০২২
০২:২২ পূর্বাহ্ন



শাবি শিক্ষার্থী খুনের ঘটনায় ৩ জন আটক

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বুলবুল আহমেদ নিহতের ঘটনায় সন্দেহভাজন ৩ জনকে আটক করা হয়েছে।

গতকাল সোমবার রাতে তাদের আটক করা হয়। আটককৃতদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।সিলেট মমহানগর পুলিশের উপকমিশনার (গণমাধ্যম) বি এম আশরাফ উল্লাহ তাহের সিলেট মিররকে বলেন' সোমবার রাতে থানা এলাকা থেকে তাদের আটক করা। তারা শাবির কোনো শিক্ষার্থী না। এখন তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।' তবে এ মূহুর্তে আটককৃতদের ব্যাপারে এরচেয়ে বেশি তথ্য দিতে চান না পুলিশের এই কর্মকর্তা।

এনএইচ/বিএ-০১