সিলেটে শোকের মাসে জন্মদিনের কেক কাটা যাবে না

নিজস্ব প্রতিবেদক


জুলাই ২৭, ২০২২
০১:৫৬ পূর্বাহ্ন


আপডেট : জুলাই ২৭, ২০২২
০১:৫৬ পূর্বাহ্ন



সিলেটে শোকের মাসে জন্মদিনের কেক কাটা যাবে না
প্রস্তুতি সভায় সিদ্ধান্ত

শোকের মাস আগস্টের বিভিন্ন কর্মসূচিকে সামনে রেখে প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে সিলেটের জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মো. মজিবর রহমানের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়।
সভায় জাতীয়ভাবে গৃহিত তিনটি দিবসের কর্মসূচি উপস্থাপন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আনোয়ার সাদাত। এ সময় আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত হয় সমন্বয় করে মাসব্যাপী জাতীয় শোক দিবস পালন করা হবে। ১৫ আগস্ট সব সরকারি-বেসরকারি দপ্তরে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হবে।
১ আগস্ট থেকে বিভিন্ন দপ্তরে বঙ্গবন্ধুর ছবি সম্বলিত ব্যানার ফেস্টুন লাগানো যাবে। নতুন প্রজন্মের কাছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনকর্ম তুলে ধরতে বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর সমন্বয় করে মাসব্যাপী আলোচনা সভার আয়োজন করবে। স্কুল-মাদরাসাসহ সব শিক্ষাপ্রতিষ্ঠানে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালন করতে হবে। একইসঙ্গে জেলা শিশু একাডেমি ও জেলা শিল্পকলা একাডেমি শিক্ষার্থীদের নিয়ে প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের আয়োজন করবে।
বাদ জোহর প্রতিটি মসজিদে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হবে। মন্দির, গীর্জা ও চার্চে সুবিধামত সময়ে বিশেষ প্রার্থনা করা হবে। জাতীয় কর্মসূচির আলোকে শহীদ ক্যাপ্টেন শেখ কামাল ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের জন্মদিনে কেক কাটা নিষিদ্ধ করা হয়েছে। ওইদিন কেক কেটে জন্মদিনের অনুষ্ঠান করা যাবে না।
আগামী ৫ আগস্ট শহীদ ক্যাপ্টেন শেখ কামাল ও ৮ আগস্ট বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের জন্মবার্ষিকী উদযাপন এবং ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালন উপলক্ষে সিলেট জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।
প্রস্তুতি সভায় নেওয়া সিদ্ধান্তের মধ্যে রয়েছে, আগামী ৫ আগস্ট শহীদ ক্যাপ্টেন শেখ কামালের জন্মদিনে জেলা প্রশাসনের সামনে সকাল ৯টায় তাঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, পরে জেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও বাদ জুমআ দোয়া মাহফিল। এছাড়া জেলা শিশু একাডেমি ও জেলা শিল্পকলা একাডেমি আয়োজন করবে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগতা।
আগামী ৮ আগস্ট বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের জন্মদিনে অনুষ্ঠিত হবে আলোচনা সভা ও দোয়া মাহফিল। দুস্থ মহিলাদের মধ্যে সেলাই মেশিন ও নগদ অর্থ বিতরণ করবে জেলা মহিলা সংস্থা।
সভায় উপস্থিত ছিলেন, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন, এসএমপির উপপুলিশ কমিশনার মো, আজবাহার আলী শেখ, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. মামুনুর রশীদ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ খয়ের উদ্দিন মোল্লা, সিলেট ওসমানি মেডিকেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. আবুল কালাম আজাদ, জালালাবাদ গ্যাসের ব্যাবস্থাপক তৌফিকুল আহসান চৌধুরী, সিলেট কারাগারের ভারপ্রাপ্ত জেলার মো. মাসুদ পারভেজ রুবেল, ইসলামিক ফাউন্ডেশন সিলেটের পরিচালক মো. আবু ছিদ্দিকুর রহমান, জেলা তথ্য অফিসের পরিচালক উজ্জ্বল শীল, মুক্তিযোদ্ধা সংসদ, সিলেট জেলা ইউনিটের সাবেক কমান্ডার সুব্রত চক্রবর্তী জুয়েল, বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রের উপপরিচালক পবিত্র কুমার দাশ, সিলেট আনসার ও ভিডিপির সার্কেল অ্যাডজুট্যান্ট এএসএম এনামুল হক, সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ রেনু, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহিউদ্দিন আহমদ সেলিম, জেলা শিক্ষা অফিসার এএসএম আব্দুল ওয়াদুদ, জেলা মৎস্য অফিসার মো. আবুল কালাম আজাদ, সিলেট সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী মো. রহুল আলম, জেলা মহিলা সংস্থার উপপরিচালক শহিনা আক্তার, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা সাইদুর রহমান ভূঞা, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মোহাইমিনুল হক, বিআরটিএ-এর সহকারী পরিচালক রিয়াজুল ইসলাম, জেলা ক্রীড়া অফিসার মো. নূর হোসেন, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর সিলেটের সহকারী প্রকৌশলী রামীম ইবনে জাহান, জেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের ট্রেনিং অফিসার ডা. মু. আলমগীর কবির, সিলেট আবহাওয়া অফিসের আবাহওয়াবিদ একেএম রুহুল কুদ্দুছ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সিলেটের উপপরিচালক মলয় ভূষণ চক্রবর্তীসহ সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা।

এসএইচ/০২