নিজস্ব প্রতিবেদক
জুলাই ২৭, ২০২২
০২:১৫ পূর্বাহ্ন
আপডেট : জুলাই ২৭, ২০২২
০২:১৭ পূর্বাহ্ন
ট্রাফিক পক্ষের প্রথম দিন সিলেট মহানগরে ৫৫টি যানবাহনের বিরুদ্ধে প্রসিকিউশন দাখিল ও ৮০টি যানবাহন ডাম্পিং করে পুলিশ লাইনে প্রেরণ করা হয়েছে।
সিলেট মহানগর পুলিশ জানিয়েছে, মহানগরবাসীকে ট্রাফিক আইন মানতে উৎসাহিত করা, সড়কে শৃঙ্খলা ফেরানো এবং সড়ক পরিবহন আইন ২০১৮ বাস্তবায়নের লক্ষ্যে মঙ্গলবার (২৬ জুলাই) থেকে আগামী ৮ আগষ্ট পর্যন্ত সিলেট মহানগর পুলিশের ট্রাফিক বিভাগের উদ্যোগ ট্রাফিক পক্ষ পালিত হচ্ছে। প্রথম দিন
ট্রাফিক পক্ষের প্রথম দিনে নিয়মিত মামলার পাশাপাশি নগরের বিভিন্নস্থানে চেকপোস্ট পরিচালনার মাধ্যমে সড়ক পরিবহন আইন ২০১৮ অনুযায়ী মোট ৫৫টি যানবাহনের বিরুদ্ধে প্রসিকিউশন দাখিল ও ৮০টি যানবাহন ডাম্পিং করে পুলিশ লাইনে প্রেরণ করা হয়েছে।
সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (ট্রাফিক) ফয়সল মাহমুদ মহানগরের নাগরিকদের ট্রাফিক পক্ষ সফল ও সার্থক করার জন্য আন্তরিকভাবে সাহায্যের আহবান জানিয়েছেন।
এনএইচ/এসএইচ/০৩