না ফেরার দেশে কবি ফজলুল হক

নিজস্ব প্রতিবেদক


জুলাই ২৭, ২০২২
০২:২১ পূর্বাহ্ন


আপডেট : জুলাই ২৭, ২০২২
০২:২১ পূর্বাহ্ন



না ফেরার দেশে কবি ফজলুল হক

কবি ফজলুল হক

না ফেরার দেশে চলে গেলেন আশির শকের শক্তিমান কবি ফজলুল হক।

আজ মঙ্গলবার বিকেল চারটার দিকে সিলেট নগরের মেজরটিলাস্থ অস্থায়ী বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬২ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। 

সম্প্রতি কবি ফজলুল হক মস্তিষ্কে রক্তক্ষরণজনিত রোগে আক্রান্ত হন। এরপর থেকে তিনি চিকিৎসাধীন ছিলেন।

আগামীকাল বুধবার বেলা দুইটায় বিয়ানীবাজারের কেজি স্কুল প্রাঙ্গনে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। পরে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।

কবি ফজলুল হক ১৯৬১ সালের ১ সেপ্টেম্বর সিলেট জেলার পঞ্চখণ্ডের (বর্তমান বিয়ানীবাজার উপজেলা) কসবা গ্রামে জন্মগ্রহণ করেন।


বিএ-০২/এএফ-০৪