ওসমানীনগর প্রতিনিধি
জুলাই ২৭, ২০২২
০৩:১০ পূর্বাহ্ন
আপডেট : জুলাই ২৭, ২০২২
০৩:১০ পূর্বাহ্ন
সিলেটের ওসমানীনগরে যুক্তরাজ্য প্রবাসী রকিবুর রহমান, সাইফুর রহমান এবং ইলিয়াস মিয়ার সৌজন্যে বিনামূল্যে ঔষধসহ চিকিৎসা সেবা পেয়েছে দুই শতাধিক রোগী।
আজ মঙ্গলবার (২৬ জুলাই) উমরপুর ইউনিয়নের বড় ইসবপুর গ্রামের রকিবুর রহমানের বাড়িতে আয়োজিত দিন ব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পে এই সেবা গ্রহণ করেন রোগীরা।
মেডিকেল ক্যাম্প পরিচালনায় সহযোগিতা করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোজাহারুল ইসলাম, মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ আলী, ডা. আইরিন আক্তার ও ডা. নাইমা তামান্না।
নেওর মিয়ার সভাপতিত্বে এবং প্রবাসী খালিছ মিয়ার পরিচলনায় চিকিৎসা সেবার উদ্বোধনী সভায় বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোজাহারুল ইসলাম, স্থানীয় ইউনিয়নের চেয়ারম্যান গোলাম কিবরিয়া, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলু, সাংগঠনিক সম্পাদক আনা মিয়া, মেডিকেল ক্যাম্পের আয়োজক রকিবুর রহমান, সাইফুর রহমান, ইলিয়াস মিয়া, স্বাস্থ্য পরিদর্শক আব্দুস সালাম, যুবলীগ নেতা দিলদার আলী, আমির খান, ইউপি সদস্য মুকিদ মিয়া প্রমূখ।
চিকিৎসা সেবায় সার্বিক সহযোগিতা প্রদান করেন ওসমানীনগর প্রেসক্লাবের সহ সভাপতি আবদুল মতিন, শিক্ষক আনোয়ার হোসেন আনা, স্বাস্থ্য সহকারী রফিক মিয়া, সিএইচসিপি দীপক ধর, মিথুন ধর এবং গোয়ালাবাজার আদর্শ উচ্চ বিদ্যালয়ের স্কাউট দলের সদস্যরা।
ইউডি-০২/এএফ-০৭