নিহত শাবি শিক্ষার্থীর মোবাইল ও হত্যায় ব্যবহৃত ছুরি উদ্ধার

নিজস্ব প্রতিবেদক


জুলাই ২৭, ২০২২
০৪:০০ অপরাহ্ন


আপডেট : জুলাই ২৭, ২০২২
০৪:০০ অপরাহ্ন



নিহত শাবি শিক্ষার্থীর মোবাইল ও হত্যায় ব্যবহৃত ছুরি উদ্ধার

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বুলবুল আহমদের খোয়া যাওয়া মোবাইল ফোন ও হত্যায় ব্যবহৃত ছুরি উদ্ধার করেছে পুলিশ।

আজ বুধবার (২৭ জুলাই) সকালে অভিযান চালিয়ে পুলিশ এ সব উদ্ধার করে। 

বিষয়টি নিশ্চিত করেছেন মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) বি এম আশরাফ উল্ল্যাহ তাহের।

তবে কার বাসা থেকে তা উদ্ধার হয়েছে তা তিনি তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেননি।

এনএইচ/বিএ-০৪