ছিনতাইকারীদের হাতেই নিহত শাবি শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক


জুলাই ২৭, ২০২২
০৬:৩২ অপরাহ্ন


আপডেট : জুলাই ২৭, ২০২২
০৬:৩২ অপরাহ্ন



ছিনতাইকারীদের হাতেই নিহত শাবি শিক্ষার্থী

ছিনতাইকারীদের হাতেই নিহত হয়েছেন শাবি শিক্ষার্থী বুলবুল আহমদ। এ ঘটনায় গ্রেপ্তার তিনজনই হত্যার দায় পুলিশের কাছে স্বীকার করেছেন৷ এছাড়া এখন পর্যন্ত এর বাইরে কারোর সম্পৃক্ততা পায়নি পুলিশ। 

আজ বুধবার (২৭ জুলাই) বেলা ২ টায় সংবাদ সম্মেলনে এমনটি জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ।

এ সময় তিনি বলেন, গত ২৬ জুলাই তারিখ ভোরে এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে গতকাল মঙ্গলবার রাতে আবুল হোসেন নামের একজন স্বীকার হত্যার সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করে। এছাড়া আরও ২ জন জড়িত থাকার বিষয়ে তথ্য দেয়। পরে কামরুল ইসলাম ও হাসান নামের আরও দুইজনকে গ্রেপ্তার করা হয়। পরে সবাই হত্যার বিষয়টি স্বীকার করে। 

তিনি আরও বলেন, 'এদিকে আজ সকালে কামরুল ইসলামের বাড়িত থেকে মোবাইল ও ছুরি উদ্ধার করা হয়৷ এখনো ছুরিতে রক্ত লেগে আছে৷'


এনএইচ/এএফ