শাবি শিক্ষার্থী হত্যা: দায় স্বীকার করে এক জনের জবানবন্দি

নিজস্ব প্রতিবেদক


জুলাই ২৮, ২০২২
০১:৩৫ পূর্বাহ্ন


আপডেট : জুলাই ২৮, ২০২২
০১:৩৫ পূর্বাহ্ন



শাবি শিক্ষার্থী হত্যা: দায় স্বীকার করে এক জনের জবানবন্দি

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থী মো. বুলবুল আহমেদ (২২) হত্যা মামলার আসামি আবুল হোসেন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। পরে, আদালতের বিচারক তাকে কারাগারে প্রেরণ করেন।
বুধবার (২৭ জুলাই) বিকেল পৌণে পাঁচটার দিকে তাকে সিলেট মহানগর হাকিম-২ এর বিচারক সুমন ভূঁইয়ার আদালতে তোলা হলে সন্ধ্যার দিকে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। এ তথ্য নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা দেবাশীষ দেব।
তিনি বলেন, ‘আবুলকে আদালতে তোলা হলে সে ১৬৪ ধারায় জবানবন্দি দেয়। আদালতের কাছে সে নিজের দোষ স্বীকার করেছে। আদালত তাকে কারাগারে প্রেরণ করার নির্দেশ দিয়েছেন।’
এর আগে, বিকেলে সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, বুলবুল হত্যার সঙ্গে জড়িত তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন, শাবি সংলগ্ন টিলাগাঁওয়ের আনিছ আলীর ছেলে আবুল হোসেন (১৯), মো. গোলাব আহমদের ছেলে কামরুল আহমদ (২৯) এবং একই গ্রামের মৃত তছির আলীর ছেলে মো. হাসান (১৯)।
প্রসঙ্গত, গত সোমবার (২৫ জুলাই) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বিশ্ববিদ্যালয়ের পাশে গাজীকালুর টিলার পাশে (নিউজিল্যান্ড এলাকায়) ছুরিকাঘাত করা হয় শাবির লোক প্রশাসন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী বুলবুল আহমেদকে (২২)। তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বুলবুলের বাড়ি নরসিংদী সদরের নন্দীপাড়া গ্রামে। তিনি শাবির শাহপরান হলের ২১৮ নম্বর কক্ষে থাকতেন।
এ ঘটনায় সিলেট মহানগর পুলিশের জালালাবাদ থানায় গতকাল মঙ্গলবার একটি হত্যা মামলা দায়ের করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেন।

এসএইচ/০৩