কোম্পানীগঞ্জ প্রতিনিধি
জুলাই ৩০, ২০২২
০১:২৭ পূর্বাহ্ন
আপডেট : জুলাই ৩০, ২০২২
০১:২৭ পূর্বাহ্ন
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার দয়ারবাজার ইসলামিয়া স্টোর নামে ভূষিমাল ও বিকাশ দোকান থেকে ভেন্টিলেটর ভেঙে ফের দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। চোর চক্রের সদস্যরা দুই লক্ষ ২৯ হাজার টাকা টাকা নিয়ে পালিয়েছে বলে খবর পাওয়া গেছে। মাত্র ৪ দিনের ব্যবধানে একই স্টাইলে দুটি চুরির ঘটনা ঘটায় ব্যবসায়ীদের মনে আতঙ্ক সৃষ্টি হয়েছে। ২৪ জুলাই রাতে উপজেলার টুকের বাজারে নাজমুল স্টোর নামের দোকানেও ভেন্টিলেটর ভেঙে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে। এ দু'টি দোকানে থাকা সিসিটিভি ক্যামেরায় চুরির ঘটনা ধারণ করা রয়েছে।
বৃহস্পতিবার (২৯ জুলাই ) কোম্পানীগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী বিকাশের দোকানদার সাইফুল ইসলাম খান।
তিনি জানান (২৮ জুলাই) আনুমানিক রাত ১২টা আমি দোকানদারি করে দোকানের সাটার বন্ধ করে পাশেই মসজিদ মার্কেটের দো'তলায় আমরা থাকি। সকাল সাড়ে ৭টার দিকে এসে দেখি আমার দোকানের ভেন্টিলেটর ভেঙ্গে দোকানে প্রবেশ করে চোরেরা, আমার দোকানের ক্যাশ বাক্সের ড্রয়ার ভাঙ্গিয়া বিভিন্ন নোটের নগদ ২,২৯,০০০/-(দুই লক্ষ উনত্রিশ হাজার টাকা চুরি হয়ে গেছে। আমি শেষ হয়ে গিয়েছি। আমার দোকানের মূলধন চুরি হয়ে গেছে। আমি কিভাবে ব্যবসা করবো। আমার একটাই দাবি সিসিটিভির ফুটেজ দেখে তাদের ধরে আইনের আওতায় এনে শাস্তি দেওয়া হোক।
কোম্পানীগঞ্জের সচেতন মহলের ধারণা কয়েক দিনের ব্যবধানে যে দু'টি চুরির ঘটনা ঘটেছে এগুলো ভেন্টিলেটর ভেঙে করেছে চোরেরা। তাই স্বাভাবিক ভাবেই বুঝা যায় একটি চক্র পরিকল্পিত ভাবে এসব চুরি করছে। দ্রুত সময়ের মধ্যে এই চক্রকে আটক না করা গেলে চুরির ঘটনা বৃদ্ধি পাবে।
এ ব্যাপারে কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ সুকান্ত চক্রবর্তী বলেন, দয়ারবাজার চুরির ঘটনায় অভিযোগ পেয়েছি। চুরির খবর পাওয়ার সাথে সাথেই ঘটনাস্থল পরিদর্শনে অফিসার গিয়েছিলেন। চোরদের আটক করতে পুলিশ সর্বোচ্চ চেষ্টা করছে। আশা করা যাচ্ছে দ্রুত সময়ের মধ্যে চোরদের গ্রেপ্তার করা যাবে।
আরএম-০৪