ওসমানীনগরে ডোবা থেকে লাশ উদ্ধার

ওসমানীনগর প্রতিনিধি


জুলাই ৩০, ২০২২
০৫:০৩ পূর্বাহ্ন


আপডেট : জুলাই ৩০, ২০২২
০৫:০৩ পূর্বাহ্ন



ওসমানীনগরে ডোবা থেকে লাশ উদ্ধার

সিলেটের ওসমানীনগর উপজেলায় ডোবা থেকে মোস্তাকিম মিয়া (৩৫) নাম এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। তিনি ময়মনসিংহ জেলার গৌরীপুর থানার হতিউর গ্রামের বাসিন্দা ও বর্তমানে ওসমানীনগরের দাশপাড়া গ্রামের সাংবাদিক আব্দুল মতিনের বাড়িতে  গত তিন বছর ধরে গরু দেখাশোনার কাজ করতেন।

শুক্রবার রাত ৯টার দিকে গোয়ালাবাজারস্থ নির্মানাধীন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাশের ডোবা  থেকে তার লাশ উদ্ধার করা হয়।

জানা যায়, মোস্তাকিম মিয়া ওইদিন বিকাল ৪টার দিকে গরুর ঘাস কাটতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাশে ডিঙ্গি নৌকা নিয়ে ঘাস কাটতে গিয়ে নিখোঁজ হন। বাড়ির মালিক আব্দুল মতিন সন্ধ্যা পর্যন্ত মোস্তাকিম বাড়ি না ফেরায় থানা পুলিশকে অবগত করেন। পরবর্তীতে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে অন্যদের সহায়তায় নৌকাযোগে তাল্লাশি চালান। প্রায় ঘন্টাখানেক খোঁজার পর ডোবার মধ্যে নৌকা  উল্টানো অবস্থায় দেখতে পাওয়া যায়। পরে নৌকার নীচ থেকে মোস্তাকিমের লাশ উদ্ধার করা হয়।

ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাঈন উদ্দিন বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, ‘লাশ উদ্ধার করে পোস্টমর্টেমের জন্য সিলেট এমএজি ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়েছে।’


ইউডি-০১/এএফ-০১