নিজস্ব প্রতিবেদক
জুলাই ৩০, ২০২২
০৫:২২ অপরাহ্ন
আপডেট : জুলাই ৩০, ২০২২
০৫:২২ অপরাহ্ন
ঘন ঘন লোডশেডিং ও জ্বালানি খাতে অব্যবস্থাপনার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নগরে বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছে সিলেট মহানগর বিএনপি।
আজ বিকেল সাড়ে ৩টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে বিক্ষোভ অনুষ্ঠিত হবে। বিক্ষোভ সমাবেশে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান উপস্থিত থাকবেন।
এদিকে, সমাবেশ সফলের লক্ষ্যে গতকাল শুক্রবার ভাতালিয়ায় বিএনপির অস্থায়ী কার্যালয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এসময় বিএনপি ও অঙ্গ সংগঠনের সব স্তরের নেতাকর্মীদের যথাসময়ে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়।
আরএম-০৫