জামান ভিউ গুড়িয়ে দেওয়া হয়েছে, ভাঙা হচ্ছে পাঁচ তলা ও চার তলা ভবন

নিজস্ব প্রতিবেদক


জুলাই ৩০, ২০২২
১০:৩২ অপরাহ্ন


আপডেট : জুলাই ৩১, ২০২২
০৭:৩৪ অপরাহ্ন



জামান ভিউ গুড়িয়ে দেওয়া হয়েছে, ভাঙা হচ্ছে পাঁচ তলা ও চার তলা ভবন

সিসিকের অভিযানে গুড়িয়ে দেওয়া হয় পাঠানটুলার জামান ভিউ মার্কেট।

সিলেট নগরের পাঠানটুলা এলাকায় রাস্তার পাশে সড়ক ও জনপথ বিভাগের (সওজ) জমির উপরে অবৈধভাবে নির্মিত ‘জামান ভিউ’ মার্কেট গুড়িয়ে দিয়েছে সিসিকের বুলডোজার।  এর পাশেই একইভাবে নির্মিত একটি পাঁচ তলা ভবন ও একটি চার তলা ভবনও গুড়িয়ে দেওয়ার কাজ শুরু হয়েছে। 

এসব স্থাপনার কারণে ওই সড়কে রাস্তা প্রশস্তকরণ ও ড্রেনেজ নির্মাণ কাজ বিঘ্নিত হচ্ছিল। বার বার নোটিশ দিলেও ভবন মালিকরা তাতে কর্ণপাত করেননি।

বৃহস্পতিবার (২৮ জুলাই) সকাল থেকে সওজকে সঙ্গে নিয়ে অভিযানে নামে সিসিক। এ সময় অবৈধভাবে গড়ে ওঠা ‘জামান ভিউ’সহ বেশ কয়েকটি স্থাপনা ও মার্কেট বুলডোজার দিয়ে ভাঙা শুরু করা হয়। তারই ধারাবাহিকতায় আজ শনিবার তৃতীয় দিনে অভিযান অব্যাহত ছিল। অবৈধভাবে গড়ে ওঠা ‘জামান ভিউ’ আজ  পুরোপুরি গুড়িয়ে দেওয়া হয়।

শুধু ‘জামান ভিউ’ নয় সিলেট-সুনামগঞ্জ সড়কের পাঠানটুলা এলাকার অবৈধভাবে গড়ে তোলা কয়েকটি বহুতল আবাসিক ও বাণিজ্যিক ভবনের সম্মুখভাগ বোলডোজার দিয়ে ভেঙে ফেলা হয়। এছাড়াও কয়েকটি ভবনের সামনের অংশ ভেঙে স্বেচ্ছায় স্থাপনা অপসারণে সময় বেঁধে দেয়া হয়। 

শনিবার বিকাল ৩টা পর্যন্ত ওই সড়কের পাঠানটুলা, পশ্চিম পাঠানটুলা, লন্ডনি রোডসহ বিভিন্ন স্থানের বেশ কয়েকটি অবৈধ স্থাপনায় অভিযান চালানো হয়। এছাড়াও সড়কের জায়গায় গড়ে তোলা একাধিক গেট এবং সীমানাপ্রাচীরও উচ্ছেদ করা হয়।

এ প্রসঙ্গে সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, ‘সড়ক ও ড্রেনের জায়গা দখল করে বড় বড় ভবন তৈরি করা হয়েছে। বৃষ্টির পানি যে দ্রুত নামবে, কীভাবে নামবে? পানি জমলেই আমাদের দোষ হয়।’

তিনি সিলেট মিরর-কে বলেন, ‘আমরা অ্যাকশনে যাওয়ার পর মালিকপক্ষ ছেড়ে দিয়েছেন। কিন্তু সেখানে ভাড়াটিয়া যারা ছিলেন তারা দেখা গেছে বিষয়টি জানেন না। তাদের অনুরোধে তিনদিন সময় দিয়েছি অন্যত্র সরে যাওয়ার জন্য। এর আগ পর্যন্ত ভেতরে অ্যাকশনে যাবো না। এ পর্যন্ত যারা ছেড়ে গেছেন সেই ভবনগুলো আমরা ভেঙেছি।’


এএফ/০২