নগর থেকে পিকআপ ভর্তি মাধ্যমিকের বই জব্দ, আটক ২

নিজস্ব প্রতিবেদক


জুলাই ৩০, ২০২২
১১:৫৬ অপরাহ্ন


আপডেট : জুলাই ৩১, ২০২২
১০:১৫ অপরাহ্ন



নগর থেকে পিকআপ ভর্তি মাধ্যমিকের বই জব্দ, আটক ২

পিকআপ ভর্তি মাধ্যমিকের বই। পুলিশের হাতে জব্দ।

সিলেট নগরের কাজিরবাজার এলাকা থেকে পিকআপ ভর্তি মাধ্যমিকের বই ও পিকআপ জব্দ করেছে পুলিশ। এ সময় সরকারি বই বিক্রির সঙ্গে জড়িত দুজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলার করবে।

আজ শনিবার (৩০ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে সিলেট নগরের কাজিরাবাজার এলাকা থেকে এসব জব্দ উদ্ধার করা হয়।

খোঁজ নিয়ে জানা গেছে, গোয়াইনঘাট উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয় থেকে বইগুলো নিয়ে আসা হয়েছিল। পরে পুলিশ নগরের কাজিরবাজার এলাকা থেকে পিকআপ ও বইগুলো জব্দ করে। এসময় পিকআপ চালক ছাড়াও আনোয়ার মিয়া নামে একজন আটক করে পুলিশ। পরে গোয়াইনঘাট থানার সহযোগিতায় ঘটনার সঙ্গে জড়িত গোয়াইনঘাট উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয়ের নৈশপ্রহরী শাহাব উদ্দিনকে আটক করে। তাদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান।

গোয়াইনঘাট উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয়ের অ্যাকাডেমিক সুপারভাইজার শ্যামল কুমার রায়ের দাবি, ‘প্রতিষ্ঠানের নৈশপ্রহরী শাহাব উদ্দিন গোডাউন থেকে বইগুলো বিক্রি করে দিয়েছিলেন। সকালে বই উদ্ধারের খবর পেয়ে তিনি প্রতিষ্ঠানের গোডাউনে যান। এ সময় নৈশপ্রহরীকে জিজ্ঞাসা করলে প্রথমে অস্বীকার করেন। পরে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে শাহাব উদ্দিন স্বীকার করেছেন, বন্যার পানিতে ভিজে যাওয়া কিছু বই তিনি বিক্রি করে দিয়েছেন।’

তিনি আরও বলেন, বইগুলো নৈশপ্রহরীর বিক্রি করার কথা নয়। এ ব্যাপারে জেলা শিক্ষা কার্যালয় থেকে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

সিলেট জেলা শিক্ষা কর্মকর্তা আবু সাঈদ আবদুল ওয়াদুদ সিলেট মিরর-কে বলেন, ‘বইগুলো গোয়াইনঘাট উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয় থেকে নিয়ে আসা হয়েছে বলে আমরা জানতে পেরেছি। আমি ওই উপজেলায় মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বদলি হয়ে গেছেন। বর্তমানে অ্যাকাডেমিক সুপারভাইজার রয়েছেন।’  

তিনি আরও বলেন, ‘সরকারের নির্দেশ অনুযায়ী আমরা গত ২৪ জুলাই মাধ্যমিকের বই বিতরণ করে ফেলেছি। যতটুকু জানতে পেরেছি নৈশপ্রহরী বইগুলো বিক্রি করেছেন। বইগুলো বন্যার পানিতে ভিজে গিয়েছিল। কিন্তু সেগুলো নৈশপ্রহরীর বিক্রি করার কথা নয়। একটি কমিটির মাধ্যমে নষ্ট বই একত্র করে বিক্রির পর সেই অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়ার নিয়ম রয়েছে। এ ব্যাপারে বিস্তারিত খোঁজ নেওয়া হচ্ছে ‘

এ বিষয়ে সিলেট মহানগর পুলিশের কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  মোহাম্মদ আলী মাহমুদ বলেন, ‘খবর পেয়ে সকালে পিকআপ ও বইগুলো আমরা জব্দ করি। ঘটনার রহস্য উৎঘাটনে সময় লেগেছে। এ ঘটনায় আমরা ঘটনাস্থল থেকে আনোয়ার মিয়া নামে একজনকে এবং গোয়াইনঘাট পুলিশের সহযোগিতায় সে উপজেলার মাধ্যমিক শিক্ষা কার্যালয়ের নৈশপ্রহরী শাহাব উদ্দিনকে আটক করেছি। তবে পিকআপ চালক বলেছে তাকে ভাড়া করা হয়েছিল। সে জড়িত নয়। সে ভাড়ার কাগজও দেখিয়েছে।’ এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানান।


এএফ/০৩