গোলাপগঞ্জে জনগণের সঙ্গে এমপি নাহিদের গণস্বাক্ষাৎ

গোলাপগঞ্জ প্রতিনিধি


আগস্ট ০১, ২০২২
১২:২৯ পূর্বাহ্ন


আপডেট : আগস্ট ০১, ২০২২
১২:২৯ পূর্বাহ্ন



গোলাপগঞ্জে জনগণের সঙ্গে এমপি নাহিদের গণস্বাক্ষাৎ

সিলেটের গোলাপগঞ্জ এলাকার উন্নয়ন, দাবিদাওয়া, সমস্যা, করণীয় ও পরামর্শ বিভিন্ন বিষয়ে উপজেলার জনসাধারণের সাথে সাবেক শিক্ষামন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য নুরুল ইসলাম নাহিদ এমপি গণসাক্ষাত করেছেন ।

আজ রবিবার (৩১ আগস্ট) উপজেলা অডিটোরিয়ামে বেলা ১১টায় শুরু হয়ে গণসাক্ষাৎ চলে দুপুর ২টা পর্যন্ত।

গণসাক্ষাতে উপজেলার সর্বস্তরের মানুষের সাথে তিনি একান্ত কথা বলেন । জনগণ তাদের সুবিধা- অসুবিধা ও আশা-আকাঙ্খার বিষয়ে তুলে ধরেন।

এসময় উপস্থিত ছিলেন,  উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিক আহমদ,  জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য সৈয়দ মিছবাহ উদ্দিন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাজিরা বেগম শিলা, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি জিল্লুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আকবর আলী ফখর, সাংগঠনিক সম্পাদক সৈয়দ হাছিন আহমদ মিন্টু, দপ্তর সম্পাদক নাজিমুল হক লস্কর, প্রচার সম্পাদক আলিম উদ্দিন বাবলু, ঢাকাদক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম  প্রমুখ।


এফএমএ-০১/এএফ-০৮