নিজস্ব প্রতিবেদক
আগস্ট ০২, ২০২২
০৯:১০ অপরাহ্ন
আপডেট : আগস্ট ০২, ২০২২
০৯:১১ অপরাহ্ন
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ঘটনায় শিক্ষার্থী-প্রশাসন ও রাজনৈতিক ব্যক্তিদের দুই ঘণ্টাব্যাপী আলোচনা ফলপ্রসূ হয়নি। সভা থেকে বের হয়ে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা৷
আজ মঙ্গলবার (২ আগস্ট) বেলা চারটার দিকে আলোচনা শেষে বেরিয়ে এসে তারা এ ঘোষণা দেন।
ওসমানী হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক পরিষদের সাধারণ সম্পাদক আহমেদ মুন্তাকিম চৌধুরী সাংবাদিকদের বলেন' 'আমাদের আশ্বাস করা হয়েছিল আজ বেলা দুইটার মধ্যে ঘটনায় জড়িত উল্লেখযোগ্য সংখ্যকদের গ্রেপ্তার করা হবে। কিন্তু কাউকে গ্রেপ্তার করা হয়নি৷ যেই দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে সিসিটিভি ফুটেজে দেখা যায়নি। এ অবস্থায় আমাদের আন্দোলন চলমান থাকবে।’ ক্লাস পরীক্ষা বন্ধ থাকবে জানিয়ে তিনি বলেন, ‘জরুরি বিভাগ ও কার্ডিয়লজি বিভাগ ছাড়া অন্য কোনো বিভাগে ইন্টার্ন চিকিৎসকরা দায়িত্ব পালন করবেন না।'
এদিকে সভা থেকে বের হয়ে ওসমানী হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার মাহবুবুর রহমান জানান, ‘ক্যাম্পাসে পুলিশি নিরাপত্তা জোরদার করা হবে। হামলা ও শ্লীলতাহানির ঘটনায় পৃথক দুটি মামলা হয়েছে।'
এনএইচ-০২/এএফ-০৪