আফিয়ার স্বপ্ন রূপ নিল বাস্তবতায়

সিলেট মিরর ডেস্ক


আগস্ট ০৩, ২০২২
১০:২২ অপরাহ্ন


আপডেট : আগস্ট ০৩, ২০২২
১১:৫১ অপরাহ্ন



আফিয়ার স্বপ্ন রূপ নিল বাস্তবতায়
প্রবাসীদের সহায়তা

সিলেটের জকিগঞ্জ উপজেলার মানিকপুর ইউনিয়নাধীন রসুলপুর গ্রামে দুই সন্তান নিয়ে বিধবা আফিয়া বেগমের বসবাস। বছর দুয়েক আগে পরিবারের একমাত্র উপার্জনকারী স্বামী সালমান আহমদ ক্যান্সার আক্রান্ত হয়ে মারা যান। এরপর থেকেই দুই সন্তান নিয়ে বেঁচে থাকার সংগ্রাম একাই চালিয়ে যাচ্ছেন আফিয়া।

বসবাসের অনুপযোগী তাঁর বসতঘরটি সময়ে সময়ে অস্তিত্ব হারাতে বসেছিল। তবে এবার সিলেটের প্রবাসীদের সংগঠন জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকার সহায়তায় মাথা গোঁজার ঠাঁই নিশ্চিত হচ্ছে পরিবারটির।

সংস্থার গৃহ নির্মাণ প্রকল্পের আওতায় বুধবার (৩ আগস্ট) দুপুরে আফিয়া বেগমের ঘরের ভিত্তি প্রস্থর স্থাপন করেন জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকার সভাপতি ময়নুল হক চৌধুরী হেলাল, সাংগঠনিক সম্পাদক ইফজাল আহমদ চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক এম এ জি বাবর, মানিকপুর ইউ.পি. সদস্য আব্দুল ফাত্তাহ চৌধুরী বাবু, জুনেল আহমদ চৌধুরী ফারুক, নুরুল আমিন চৌধুরী রিলন, সায়েক চৌধুরী, ফজলুল করিম চৌধুরী সজলসহ আরও অনেকই।

এসময় সংস্থার সভাপতি ময়নুল হক চৌধুরী হেলাল বলেন, দরিদ্র এই পরিবারটির পাশে দাঁড়াতে পেরে আমরা আনন্দিত। সিলেট বিভাগের সকল উপজেলায় গৃহহীন পরিবারগুলোতে ধাপে ধাপে এই প্রকল্পের মাধ্যমে ঘর নির্মাণ কার্যক্রম চলমান থাকবে। জমি আছে কিন্তু ঘর নেই এমন পরিবারগুলোই মূলত আমাদের অগ্রাধিকারে থাকবে।

সাংগঠনিক সম্পাদক ইফজাল আহমদ চৌধুরী বলেন, প্রবাসী ভাইদের সম্মিলিত সহায়তা নিয়ে আমরা প্রকৃত ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে চাই। সবার সহায়তা অটুট থাকলে আমরা বৃহৎ আকারে সিলেট অঞ্চলের জন্য একটি ইতিবাচক পরিবর্তন ঘটাতে সক্ষম হবো। 

আরএম-০৫