জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি প্রত্যাহারের দাবি জাসদের

সিলেট মিরর ডেস্ক


আগস্ট ০৬, ২০২২
১০:৫৫ অপরাহ্ন


আপডেট : আগস্ট ০৬, ২০২২
১০:৫৬ অপরাহ্ন



জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি প্রত্যাহারের দাবি জাসদের

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি প্রত্যাহারের দাবি জানিয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ সিলেট জেলা শাখা।

আজ শনিবার (৬ আগস্ট) জাসদ সিলেট জেলা সভাপতি লোকমান আহমদ, সাধারণ সম্পাদক  কে এ কিবরিয়া চৌধুরী, মহানগর শাখার সভাপতি মিশফাক আহমদ চৌধুরী মিশু, সাধারণ সম্পাদক গিয়াস আহমদ স্বাক্ষরিত যৌথ বিবৃতিতে এ দাবি জানানো হয়। 

বিবৃতিতে তারা বলেন, ‘জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, বিশেষ করে ডিজেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি গণপরিবহন, পণ্যপরিবহন, কৃষিসেচসহ সামগ্রিক অর্থনীতি ও উৎপাদন মারাত্মক নেতিবাচক ও ক্ষতিকর প্রভাব ফেলবে। এর ফলে জনজীবনে দুর্ভোগ ও দুর্দশা বহুগুণ বেড়ে গিয়ে নাভিশ্বাস উঠবে।’

তারা জ্বালানি খাতে অপচয়, লুটপাট, দূর্নীতি কঠোর হস্তে দমন করে, রাষ্ট্রীয় অর্থসম্পদ লুটপাট-দূর্নীতি-ভোগ-বিলাস অপচয় বন্ধ করে ডিজেল, কেরোসিন, গ্যাস, নিত্যপন্যের দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখার জন্য সরকারের প্রতি দাবি জানান।

এএফ/০৭