বাঘায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে মাখফিরা খানম ও মোস্তফা চৌধুরী ফাউন্ডেশনের অনুদান

সিলেট মিরর ডেস্ক


আগস্ট ১০, ২০২২
০১:৩৭ পূর্বাহ্ন


আপডেট : আগস্ট ১০, ২০২২
০১:৩৭ পূর্বাহ্ন



বাঘায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে মাখফিরা খানম ও মোস্তফা চৌধুরী ফাউন্ডেশনের অনুদান

বাঘা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের ফ্রি নরমাল ডেলিভারি কার্যক্রমে নিয়োজিত কর্মচারীদের বকেয়া তিন মাসের বেতন প্রদানের জন্য অনুদান দিয়েছে মাখফিরা খানম ও মোস্তফা চৌধুরী ফাউন্ডেশন।

ফাউন্ডেশনের চেয়ারম্যান গোলাম রব্বানী চৌধুরী ১ লাখ ১১ হাজার টাকার চেক তুলে দেন হাসপাতালের কার্যক্রম পরিচালনা কমিটির সভাপতি ও বাঘা ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান আব্দুস সামাদের হাতে।

উল্লেখ্য, উক্ত স্বাস্থ্য কেন্দ্রে এলাকার দুস্থ ও সম্বলহীন মহিলাদের নরমেল ডেলিভারির মাধ্যমে প্রতি বছর দুই শতাধিক নবজাতকের জন্ম হয়। এলাকার বিত্তবানদের সহযোগিতায় বিগত কয়েক বছর ধরে এই স্বাস্থ্য কেন্দ্রে বিশেষ কার্যক্রম চালানো হচ্ছে।