গোলাপগঞ্জে ২শ পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ

সিলেট মিরর ডেস্ক


আগস্ট ১১, ২০২২
০২:১৮ পূর্বাহ্ন


আপডেট : আগস্ট ১১, ২০২২
০২:১৮ পূর্বাহ্ন



গোলাপগঞ্জে ২শ পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ

গোলাপগঞ্জে চ্যারেটি ফর দ্যা নিডি পিপল পঞ্চখানা রেস্টুরেন্ট এন্ড কাটারিং বার্মিংহামের উদ্যোগে দুই শতাধিক পরিবারকে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার (১০ আগস্ট) বিকেল সাড়ে ৫ টায় উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের শীতেশ্বর গ্রামে এই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। 

খাদ্য বিতরণ অনুষ্ঠানে নুরুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন সিলেট-৬ আসনের বিএনপির সাংসদ প্রার্থী ফয়সাল আহমদ চৌধুরী।

ছাত্রদল নেতা টিপু সুলতান ও আবু সাইদ সালমানের যৌথ সঞ্চালনায় আরও বক্তব্য দেন, উপজেলা ভাইস চেয়ারম্যান নোমান উদ্দিন মুরাদ, সৈয়দ রেজাউল করিম আলো, উপজেলার সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আশফাক আহমেদ চৌধুরী, রাজনৈতিক ব্যক্তিত্ব জাহাঙ্গীর আহমদ চৌধুরী, সাহেদ আহমদ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহজাহান আহমদ, সদস্য জিয়া আহমদ, হোসেন আহমদ, সালাহ উদ্দিন, দেলওয়ার হোসেন দিপু, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তানজিম আহমদ, ঢাকাদক্ষিণ সরকারি কলেজ ছাত্রদলের সদস্যসচিব মতিউর রহমান মুমেন প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন, ভাদেশ্বর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক হুসাম উদ্দিন, শাহিন আহমদ, হোসেন আহমদ।

বিএ-০৪