সিলেট মিরর ডেস্ক
আগস্ট ১১, ২০২২
০৪:০৭ পূর্বাহ্ন
আপডেট : আগস্ট ১১, ২০২২
০৪:০৭ পূর্বাহ্ন
সিলেট নগরের বারুতখানা ও হাওয়াপাড়াসহ আশেপাশের এলাকায় টানা ১২ ঘন্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
আজ বৃহস্পতিবার (১১ আগস্ট) সকাল ৬টা থেকে বিকাল ৬টা পর্যন্ত জরুরি মেরামত কাজের জন্য এসব এলাকার একটি ব্রাঞ্চ লাইন বন্ধ রাখা হবে। তবে মেইন সড়কের লাইনগুলোতে বিদ্যুৎ সঞ্চালন অব্যাহত থাকবে।
বুধবার (১০ আগস্ট) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) বিক্রয় ও বিতরণ বিভাগ সিলেট-২ এর নির্বাহী প্রকৌশলী শামস-ই আরেফিন।
তিনি বলেন, ‘একটি ব্রাঞ্চ লাইনে মেরামত কাজের জন্য এই সময়ে বারুতখানা ও হাওয়াপাড়াসহ আশপাশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। তবে মেইন লাইনগুলোতে বিদ্যুৎ সঞ্চালন অব্যাহত থাকবে।’
বিদ্যুৎ বন্ধের বিষয়ে বুধবার সন্ধ্যায় এসব এলাকায় মাইকিংও করা হয়।
এএফ/০১