খাবারের লোভ দেখিয়ে গোলাপগঞ্জে নাতনি ধর্ষণ, দাদা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক


আগস্ট ১১, ২০২২
১১:৪২ অপরাহ্ন


আপডেট : আগস্ট ১১, ২০২২
১১:৪২ অপরাহ্ন



খাবারের লোভ দেখিয়ে গোলাপগঞ্জে নাতনি ধর্ষণ, দাদা গ্রেপ্তার

সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় খাবারের লোভ দেখিয়ে ছয় বছরের নাতনিকে ধর্ষণের অভিযোগে ভুলু মিয়া (৬০) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার (১১ আগস্ট) বেলা ১১টার দিকে উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের বারকোট গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ভুলু মিয়া উপজেলার লক্ষণাবন্ধ ইউনিয়নের মাঝপাড়া গ্রামের মৃত জোবেদ আলীর ছেলে।

জানা গেছে, ভুলু মিয়া খাবারের লোভ দেখিয়ে তার নাতনিকে গত ১৪ মে স্থানীয় লক্ষণাবন্দ ইউনিয়নের চৌধুরী বাজারে নিজ দোকানে নিয়ে যান। সেখানে তাকে ধর্ষণ করেন। ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে ভুক্তভোগী মেয়েটির পরিবার। বিষয়টি আন্তর্জাতিক মানবাধিকার কমিশন, আইন সহায়তা কেন্দ্রের (আসক) নজরে আসলে সংগঠনের সিলেট বিভাগীয় সভাপতি রকিব আল মাহমুদ বাদী হয়ে ৬ জনকে আসামি করে গত ৩০ মে গোলাপগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

মামলার পর অন্যান্য আসামিরা উচ্চ আদালত থেকে জামিন নিলেও আসামি ভুলু মিয়া পালাতক ছিলেন।

গতকাল গোপন সূত্রে খবর পেয়ে তার বোনের বাড়ি বারকোট গ্রামে অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেটের গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম।

তিনি সিলেট মিররকে বলেন, ‘পরিবারের লোকজন ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে।তবে একটি মানবাধিকার সংস্থা বিষয়টি জানতে পেরে থানায় মামলা করেন। মামলার পর থেকে পালাতক আসামিকে ধরতে আমরা কাজ শুরু করি। আজ গোপন সংবাদের ভিত্তিতে তাকে আত্মীয়ের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

অভিযুক্ত ভুল মিয়াকে আজ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে তিনি জানান।


এএফ/০৩