জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু, আহত ৪

জৈন্তাপুর প্রতিনিধি


আগস্ট ১৩, ২০২২
০৮:০০ অপরাহ্ন


আপডেট : আগস্ট ১৩, ২০২২
০৮:০২ অপরাহ্ন



জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু, আহত ৪

সিলেট-তামাবিল সড়কের জৈন্তাপুর আসামপাড়া এলাকায় ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত টমটমের যাত্রী এক নারীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও চারজন। শনিবার (১৩ আগস্ট) বেলা দেড়টার দিকে আসামপাড়া মসজিদ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাহেরা বেগম (৭০) উপজেলার জৈন্তাপুর ইউনিয়নের আসামপাড়া গ্রামের কুটি মিয়ার স্ত্রী।

আহতরা হলেন- উপজেলার আসামপাড়া গ্রামের নজির আলীর ছেলে মো. কবির (৪৫), লক্ষীপুর গ্রামের জমির মিয়ার স্ত্রী কুলসুমা বেগম (৭০), আসামপাড়া গ্রামের নুর উদ্দিনের ছেলে মনির (৩৫) ও আসামপাড়া গ্রামের কনু মিয়ার ছেলে হাফিজ রহমান (৫০)। আহতদের উদ্ধার করে জৈন্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়েছে।

ঘটনার পর স্থানীয় জনতা ক্ষুব্ধ হয়ে ট্রাকটি আটক এবং সিলেট-তামাবিল মহাসড়ক অবরোধ করেন।  

খবর পেয়ে ঘটনাস্থল ছুটে যান জৈন্তাপুর থানাপুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে ও লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমদ বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।