প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি, যুবক গ্রেফতার

সিলেট মিরর ডেস্ক


আগস্ট ১৩, ২০২২
০৫:১১ অপরাহ্ন


আপডেট : আগস্ট ১৪, ২০২২
১২:১০ অপরাহ্ন



প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি, যুবক গ্রেফতার

প্রতীকি ছবি

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটুক্তিকর মন্তব্যের দায়ে আব্দুল ওয়াহিদ তাপাদার (২৫) নামের এক যুবককে গ্রেফতার করা হয়েছে। শনিবার (১৩ আগস্ট) দুপুরে ভারতে পালানোর পূর্বে সিলেটের জকিগঞ্জ উপজেলার সীমান্ত এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ওয়াহিদ পৌর এলাকার গন্ধদত্ত গ্রামের ইজ্জত আলীর ছেলে। 

জানা যায়, শুক্রবার বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায় মোটরসাইকেলের ডিজেল কিনতে গিয়ে জ্বালানী তেলের দাম বৃদ্ধিকে কেন্দ্র করে অকথ্য ভাষায় প্রধানমন্ত্রীকে গালিগালাজ করেন ওয়াহিদ। এসময় আগামিতে ভোট চাইতে এলে দেখে নেওয়ার হুমকিসহ নানাভাবে সরকারের সমালোচনা করেন।

পরে প্রায় ১৬ ঘণ্টার অভিযান শেষে পুলিশ তাকে গ্রেফতার করে। এ ব্যাপারে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশাররফ হোসেন বলেন, অভিযুক্ত যুবককে সীমান্ত অঞ্চল থেকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। কটুক্তি করার সময় ভিডিও ধারণকারীকেও শনাক্ত করার চেষ্টা চলছে।

আরএম-০২