অনুশীলনকালে মিস ফায়ারে বিজিবি সদস্য নিহত

জকিগঞ্জ সংবাদদাতা


আগস্ট ১৪, ২০২২
০৫:৩৪ অপরাহ্ন


আপডেট : আগস্ট ১৪, ২০২২
০৭:১০ অপরাহ্ন



অনুশীলনকালে মিস ফায়ারে বিজিবি সদস্য নিহত

নিহত নিশান ভৌমিক বিজিবির জকিগঞ্জ ১৯ ব্যাটালিয়নে সিপাহী সিগন্যালম্যান হিসেবে কর্মরত ছিলেন।

সিলেটের জকিগঞ্জে অনুশীলনকালে মিস ফায়ারিংয়ে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন এক বিজিবি সদস্য।

নিহত নিশান ভৌমিক বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবির) জকিগঞ্জ ১৯ ব্যাটালিয়নে সিপাহী সিগন্যালম্যান হিসেবে কর্মরত ছিলেন। নিশানের বাড়ি নোয়াখালি জেলার পাক মুন্সিরহাটে।

বিজিবির জকিগঞ্জ ব্যাটালিয়নের পরিচালক লে. কর্ণেল খোন্দকার মো. আসাদু্ন্নবী জানিয়েছেন, আজ রবিবার সকালে জকিগঞ্জের আয়ুরগ্রাম বিওপি’তে কর্মরত থাকাবস্থায় অস্ত্রের মেকসেফ ড্রিল অনুশীলনের সময় দুর্ঘটনাজনিত ফায়ারে গুলিবিদ্ধ হন নিশান।

আহত অবস্থায় তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসার জন্য রওনা হন অন্য বিজিবি সদস্যরা। তবে পথিমধ্যে তার অবস্থার অবনতি হলে গোলাপগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যাওয়া হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

লে. কর্ণেল খোন্দকার মো. আসাদু্ন্নবী বলেন, নিশান ভৌমিকের মৃতদেহ তার নিজ বাড়ীতে ফ্রিজার গাড়ি দিয়ে প্রেরণ করা হচ্ছে। সেখানে বিজিবির উদ্যোগে তার শেষকৃত্য সম্পন্ন হবে।

এএনএম/০৩