নবীগঞ্জ প্রতিনিধি
আগস্ট ১৬, ২০২২
১২:৫২ পূর্বাহ্ন
আপডেট : আগস্ট ১৬, ২০২২
১২:৫৩ পূর্বাহ্ন
নবীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের গুগুিয়াজুরি হাওরের নিকটবর্তী পুকলারখাড়া নামক স্থানে বজ্রপাতে আব্দুল হামিদ (৩৫) নামে একজন নিহত এবং জিতু মিয়া (৩৮) নামে আরেকজন আহত হয়েছেন।
আজ সোমবার (১৫ আগষ্ট) বিকেলে এ ঘটনা ঘটে।
নিহত হামিদ উপজেলার বড় আলীপুর গ্রামের মো শুকুর আলীর ছেলে। আহত জিতু মিয়া একই গ্রামের নোয়াব উল্লাহ মিয়ার ছেলে।
আহত জিতু মিয়াকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আহত জিতু মিয়া জানান, তিনি, আব্দুল হামিদসহ তাদের গ্রামের আরো কয়েকজন সোমবার সকালে নৌকাযোগে শালুক তুলতে স্থানীয় গুগুিয়াজুরি হাওরে যান। সেখান থেকে বাড়ি ফেরার পথে বদরদিঘী গ্রামের কাছে পুখলার খাড়া নামক স্থানে হঠাৎ বজ্রপাতে তার সামনের নৌকায় থাকা বড় আলীপুর গ্রামের মো. শুকুর মিয়ার পুত্র আব্দুল হামিদ বজ্রাঘাতে নৌকা থেকে পানিতে পড়ে গিয়ে ঘটনাস্থলেই নিহত হন। এ সময় বিকট শব্দে পিছনের নৌকায় থাকা একই গ্রামের নোয়াব উল্লাহ মিয়ার পুত্র জিতু মিয়া অজ্ঞান হয়ে নৌকায় পড়ে যান। এ ঘটনা বদরদীঘি গ্রামের জনৈক ব্যক্তি দেখতে পেয়ে চিৎকার দিয়ে দ্রুত এগিয়ে গিয়ে আরো লোকজনের সহায়তায় নিহত আব্দুল হামিদ ও জিতু মিয়াকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক আব্দুল হামিদকে মৃত ঘোষণা করেন। আহত জিতু মিয়াকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এএইচএম-০১/এএফ-০৬