পরাবিদ্যাচার্য্য শাস্ত্রীজী শ্রীগোবিন্দবল্লভ সিলেট আসছেন

নিজস্ব প্রতিবেদক


আগস্ট ১৫, ২০২২
০৯:৪০ অপরাহ্ন


আপডেট : আগস্ট ১৫, ২০২২
০৯:৪১ অপরাহ্ন



পরাবিদ্যাচার্য্য শাস্ত্রীজী শ্রীগোবিন্দবল্লভ সিলেট আসছেন

বৃন্দাবন ধামের পরাবিদ্যাচার্য্য শাস্ত্রীজী শ্রীগোবিন্দ বল্লভ সিলেট আসছেন কাল। শ্রীগোবিন্দ আগরা বিশ্ববিদ্যালয় এবং সম্পূর্ণানন্দ বিশ্ববিদ্যালয়, কাশী থেকে বৈষ্ণব দর্শনে এমএ এবং সংস্কৃত সাহিত্যে শাস্ত্রী উপাধি লাভ করেন। তিনি সনাতন ধর্ম ও বৈষ্ণবদর্শন বিষয়ে মহাপণ্ডিত। গোবিন্দবল্লভ শাস্ত্রীজী নামে খ্যাত। 

শ্রীশাস্ত্রীজী সিলেটের শ্রীশ্রীনির্ম্বাক আশ্রমে আগামী ১৭ আগস্ট থেকে ২৩ আগস্ট পর্যন্ত পাঠ করবেন। ২৪ আগস্ট হবে ভক্তসেবা। বিকাল ৪ টা থেকে রাত ৮ টা পর্যন্ত তিনি ভাগবতকথা বলবেন।

এ অনুষ্ঠানের আয়োজক শ্রীমদ্ভাগবত জ্ঞানযজ্ঞ মহোৎসব কমিটি।

উল্লেখ্য, সাতদিনের অনুষ্ঠানে সমাজের বিভিন্ন পেশায় নিয়োজিত ছাপ্পান্নজন মানুষকে বিশেষভাবে সম্মানিত করা হবে। উদ্দেশ্য তাঁদের সেবামুখীনতা যেন সত্য ও সুন্দরের আলোকে উদ্ভাসিত হয়। 

এএফ/০৯