দক্ষিণ সুরমায় দুর্ঘটনায় আহত শিক্ষিকার মৃত্যু

নিজস্ব প্রতিবেদক


আগস্ট ১৬, ২০২২
০৫:১১ অপরাহ্ন


আপডেট : আগস্ট ১৬, ২০২২
০৫:১১ অপরাহ্ন



দক্ষিণ সুরমায় দুর্ঘটনায় আহত শিক্ষিকার মৃত্যু

মোটরসাইকেল দুর্ঘটনায় দক্ষিণ সুরমার মোগলাবাজার মোহাম্মদপুর এ গফুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হালিমা খাতুনের মৃত্যু হয়েছে।

সোমবার (১৫ আগস্ট) শোক দিবসের অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার শিকার হয়ে গুরুতর আহত হন তিনি। মঙ্গলবার (১৬ আগস্ট) সকাল পৌনে ১১টায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

জানা যায়, হালিমা খাতুন গতকাল সোমবার বিদ্যালয়ে জাতীয় শোক দিবস পালন শেষে বাসায় ফেরার পথে সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কের দক্ষিণ সুরমার জলকরকান্দি কোনারচর কেন্দ্রীয় জামে মসজিদের সামনে মোটরসাইকেল দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত হন। পরে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় একই বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিঠন চন্দ দাস আহত হন। মিঠন দাস ওসমানী হাসপাতালে চিকিৎসা নিয়ে গতকালই ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন।

বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি দক্ষিণ সুরমা উপজেলার সভাপতি নাছির মাহমুদ জানান, নিহতের মরদেহ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ তার গ্রামের বাড়ি দক্ষিণ সুরমার কুচাই নোয়াগ্রামে নেওয়া হবে।

এদিকে, মোহাম্মদপুর এ গফুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হালিমা খাতুনের মর্মান্তিক মৃত্যুতে দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী অফিসার নুসরাত লায়লা নীরা, উপজেলা শিক্ষা অফিসার মহিউদ্দিন আহমদ, মোগলাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম সাইস্তা, দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব সভাপতি চঞ্চল মাহমুদ ফুলর, সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম, বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি দক্ষিণ সুরমা উপজেলার সভাপতি নাছির মাহমুদ গভীর শোক প্রকাশ করে শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।