বন্যায় ক্ষতিগ্রস্ত কর্মীদের ঘরবাড়ি মেরামতে বারাকা গ্রুপের অনুদান বিতরণ

নিজস্ব প্রতিবেদক


আগস্ট ১৭, ২০২২
০৭:৩১ অপরাহ্ন


আপডেট : আগস্ট ১৭, ২০২২
০৮:৩০ অপরাহ্ন



বন্যায় ক্ষতিগ্রস্ত কর্মীদের ঘরবাড়ি মেরামতে বারাকা গ্রুপের অনুদান বিতরণ

বন্যাদুর্গত কর্মীদের ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি মেরামতে অনুদান দিয়েছে দেশের বিদ্যুৎখাতে খ্যাতনামা সিলেটের বারাকা গ্রুপ। আজ বুধবার প্রতিষ্ঠানের ফেঞ্চুগঞ্জের ৫১ মেগাওয়াট পাওয়ার প্ল্যান্টে আনুষ্ঠানিকভাবে ক্ষতিগ্রস্তদের হাতে এ আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়।

বারাকা পাওয়ার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফাহিম আহমদ চৌধুরী এবং মহাব্যবস্থাপক মিরাজুল করিম উপস্থিত থেকে ক্ষতিগ্রস্ত কর্মীদের হাতে অনুদান তুলে দেন। এসময় প্লান্টের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বারাকার পক্ষ থেকে বলা হয়েছে, বন্যায় ক্ষতিগ্রস্ত বারাকা গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত ১৫ জন কর্মীকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। বারাকা গ্রুপের সিএসআর তহবিলের টাকা থেকে এ অনুদান প্রধান করা হয়েছে।



এএফ/০২