চাকরিতে যোগ দেওয়ার কথা বলে সিলেট আসেন জয়, হোটেলে মিলল ঝুলন্ত লাশ

নিজস্ব প্রতিবেদক


আগস্ট ১৭, ২০২২
০৭:৫০ অপরাহ্ন


আপডেট : আগস্ট ১৮, ২০২২
১২:৪৭ অপরাহ্ন



চাকরিতে যোগ দেওয়ার কথা বলে সিলেট আসেন জয়, হোটেলে মিলল ঝুলন্ত লাশ

জয় ভট্টাচার্য। ছবি- সংগৃহিত

সিলেট নগরের তালতলা এলাকার একটি আবাসিক হোটেলের কক্ষ থেকে জয় ভট্টাচার্য (২৯) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। জয় সুনামগঞ্জ সদর থানার নতুনপাড়া গ্রামের নিশিত ভট্টাচার্যের ছেলে। 

আজ বুধবার (১৭ আগস্ট) বেলা সাড়ে ৩টার দিকে নগরের তালতলা এলাকার হোটেল শাহবানের তৃতীয় তলার ৩০৯ নম্বর কক্ষের দরজা ভেঙে জয়ের মরদেহ উদ্ধার করে পুলিশ।

হোটেলটির সত্ত্বাধিকারী ব্যারিস্টার আরশ আলী জানান, গত সোমবার জয় ভট্টাচার্য হোটেলের কক্ষটি ভাড়া নেন। বুধবার দুপুরে তিনি কক্ষ থেকে বের না হওয়ায় হোটেলের কর্মীরা তাকে ডাকাডাকি করলেও সাড়া পাওয়া যায়নি। পরে পুলিশকে অবগত করলে তারা এসে দরজা ভেঙে সিলিং ফ্যানের ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে।

হোটেল কক্ষ ভাড়া নেয়ার সময় জয় ভট্টাচার্য নিজেকে ওষুধ কোম্পানীর কর্মকর্তা বলে পরিচয় দেন বলে জানান তিনি।

হোটেল কক্ষ থেকে ঝুলন্ত লাশ উদ্ধারের কথা সিলেট মিররকে নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মো. ইয়াসিন খান। জয়ের পরিবারের বরাত দিয়ে বলেন, ‘জয় তার পরিবারের সদস্যদের জানিয়েছিলেন তিনি বাংলাদেশ ব্যাংকের সহকারি পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন। তবে নিয়োগের কোন কাগজপত্র দেখাননি। চাকরিতে যোগদানের জন্য ঢাকায় যাওয়ার কথা বলে তিনি বাড়ি থেকে বের হন।’

লাশ ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘মৃত্যুর কারণ সম্পর্কে  নিশ্চিত করে বলা যাবে ময়নাতদন্তের প্রতিবেদন হাতে এলে। তবে প্রাথমিকভাবে মনে হচ্ছে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন।’

জয়ের কাকা বিপুল মৈত্র বলেন, ‘জয় বাংলাদেশ ব্যাংকের সহকারি পরিচালক পদে নিয়োগ পরীক্ষা দিয়েছিল। প্রথমে শুনেছিল সে নিয়োগ পেয়েছে। পরে জানতে পারে নিয়োগ হয়নি। এ নিয়ে হতাশা থেকে এমন কান্ড ঘটাতে পারে ‘


এএফ/০৩