ধর্মপাশায় দুইদিনব্যাপী কৃষক প্রশিক্ষণ সম্পন্ন

ধর্মপাশা প্রতিনিধি


অক্টোবর ২৭, ২০২২
০৯:৫০ অপরাহ্ন


আপডেট : অক্টোবর ২৭, ২০২২
০৯:৫০ অপরাহ্ন



ধর্মপাশায় দুইদিনব্যাপী কৃষক প্রশিক্ষণ সম্পন্ন

‘অনাবাদি-পতিত জমি ও বসতবাড়ির আঙিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন’ প্রকল্পের আওতায় সুনামগঞ্জের ধর্মপাশায় দুইদিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) বিকেলে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি ভবনের প্রশিক্ষণ কক্ষে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে উপজেলার সেলবরষ,পাইকুরাটি, ধর্মপাশা সদর ও সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়নের ৩০জন কৃষক-কৃষাণী অংশ নেন।

প্রশিক্ষণে প্রশিক্ষক ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সিলেট অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মো.মোশাররফ হোসেন খান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সুনামগঞ্জ কার্যালয়ের উপপরিচালক কৃষিবিদ বিমল চন্দ্র সোম, ধর্মপাশা উপজেলা কৃষি কর্মকর্তার অতিরিক্ত দায়িত্বে থাকা তাহিরপুর উপজেলা কৃষি কর্মর্কর্তা হাসান- উদ-দৌলা, সহকারি কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নীতেশ চন্দ্র সরকার।

এসএ-০২/আরএম-১২