ছাতকে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

ছাতক প্রতিনিধি


অক্টোবর ২৯, ২০২২
০৯:২৯ অপরাহ্ন


আপডেট : অক্টোবর ২৯, ২০২২
০৯:২৯ অপরাহ্ন



ছাতকে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

ছাতকে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।  শনিবার সকালে ছাতক থানা পুলিশের উদ্যোগে শহরে এক বর্ণাঢ্য র‍্যালী বের করা হয়। র‍্যালী শেষে থানা প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। 

ছাতক থানার অফিসার্স ইনচার্জ মাহবুবুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা ইউ আর.সি ইন্সট্রাকটর মোস্তফা আহসান হাবিবের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সিনিয়র সহকারি পুলিশ সুপার (ছাতক সার্কেল) রনজয় চন্দ্র মল্লিক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) মো. ইসলাম উদ্দিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজিব চক্রবর্তী, মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক ও কমিউনিটি পুলিশিংয়ের আহবায়ক আলহাজ্ব সৈয়দ আহমদ, জয়কলস হাইওয়ে থানার অফিসার্স ইনচার্জ সেলিম আহমেদ প্রমুখ। 

সভায় বক্তব্য দেন ইউপি চেয়ারম্যান আলহাজ্ব সুন্দর আলী, সাইফুল ইসলাম, আবুল হাসনাত, প্রেসক্লাবের সভাপতি সৈয়দ হারুন অর রশীদ, সাংবাদিক আনোয়ার হোসেন রনি, উপজেলা পুঁজা উদযাপন পরিষদের সভাপতি এড.পীযুষ কান্তি ভট্টাচার্য, মন্ডলীভোগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেলালুল ইসলাম, মাওলানা জসিম উদ্দিন, ইউপি সদস্য সমরুজ আলী, ইউপি সদস্যা ঝর্ণা আক্তারসহ আরও অনেকেই। 

কমিউনিটি পুলিশিং সভায় ছাতক থানার ওসি (তদন্ত) আরিফুল ইসলাম, জাউয়াবাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আহমেদ উল্লাহ, ছাতক নৌ-পুলিশের ইনচার্জ আনোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক চেয়ারম্যান কদর মিয়া, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব গোলাম মোস্তফা, বীর মুক্তিযোদ্ধা আমির আলী বাদশাহ, উপজেলা হিন্দু- বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি হরি দাস রায়, ছাতক পাথর ব্যবসায়ী সমবায় সমিতির সাধারণ সম্পাদক সামছু মিয়া, ছাতক থানার এস আই আতিকুল ইসলাম খন্দকার, আসাদুজ্জামান রাসেল, মোশাররফ হোসেন, সামসুল আরেফিন, পৌর সভার মহিলা কাউন্সিলর নুরেছা বেগম, লক্ষিবাউর বাজার পরিচালনা কমিটির সভাপতি ও ইউপি সদস্য হাজী সাদিক মিয়া, ইউপি সদস্য রাসেল আহমদ, দিদার আলম, আব্দুর রশিদ, খছরু আহমদ,কাজি মারুফ আহমদসহ জনপ্রতিনিধি, সাংবাদিক, ব্যবসায়ি ও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আরএম-০৯