ধর্মপাশা প্রতিনিধি
নভেম্বর ২৯, ২০২২
০১:১৮ অপরাহ্ন
আপডেট : নভেম্বর ২৯, ২০২২
০১:১৮ অপরাহ্ন
হাওরের বোরো ফসলরক্ষা বাঁধের কাজের জন্য প্রকল্প বাস্তবায়ন কমিটি (পিআইসি) গঠনের লক্ষে সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ও বংশীকুন্ডা উত্তর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনের হলরুমে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (২৯ নভেম্বর) সকাল ১১টা থেকে ওইদিন বিকেল চারটা পর্যন্ত পৃথক পৃথক এই গণশুনানি অনুষ্ঠিত হয়। মধ্যনগর উপজেলা কাবিটা প্রকল্প বাস্তবায়ন ও মনিটরিং কমিটি এই গণশুনানি অনুষ্ঠানের আয়োজন করে। এতে দুই শতাধিক কৃষক অংশ নেয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) নাহিদ হাসান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, সুনামগঞ্জ জেলা পরিষদদের নবনির্বাচিত আবদুস সালাম, বংশীকুন্ডা উত্তর ইউপি চেয়ারম্যান নূর নবী তালুকদার, বংশীকুন্ডা দক্ষিণ ইউপি চেয়ারম্যান রাসেল আহমদ, সাবেক ইউপি চেয়ারম্যান আজিম মাহমুদ প্রমুখ।
এসএ-০১/এএফ-০৬