ধর্মপাশা প্রতিনিধি
ডিসেম্বর ১৫, ২০২২
০২:৩৮ অপরাহ্ন
আপডেট : ডিসেম্বর ১৫, ২০২২
০২:৩৮ অপরাহ্ন
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের চান্দালীপাড়া ও হামিদপুর গ্রামে আজ বৃহস্পতিবার (১৫ডিসেম্বর) ভোর রাত সাড়ে পাঁচটার দিকে পৃথক মাদকবিরোধী অভিযান চালিয়ে ১২ কেজি গাঁজাসহ ৬ জন মাদকব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
মধ্যনগর থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের চান্দালীপাড়া ও হামিদপুর গ্রামে বৃহস্পতিবার মধ্যরাতে মাদক বেচা কেনা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জাহিদুল হকের নেতৃত্বে উপপরিদর্শক (এসআই) গোলাম সারোয়ার, মশিউর রহমান , সহকারী উপপরিদর্শক (এএসআই) এবাদুর রহমান, ফরিদ উদ্দিন, আবদুল আজিম ও ৪ জন কনস্টেবলসহ বৃহস্পতিবার ভোর সাড়ে পাঁচটার দিকে ওই দুটি গ্রামে পৃথক মাদকবিরোধী অভিযানে যান।
অভিযানে উপজেলার চান্দালীপাড়া গ্রামের বাসিন্দা মাদক ব্যবসায়ী সাদিকুল ইসলামের বসতঘর থেকে প্লাস্টিকের বস্তার মধ্যে পলিথিন দিয়ে মোড়ানো ৯ কেজি গাঁজাসহ সাদিকুল ইসলাম (৫০), একই গ্রামের লালন মিয়া (২৮) ,আলী হোসেন (৩৫) ও মো.মাহবুব (২২)কে আটক করা হয়।
একই সময়ে অপর অভিযানে উপজেলার হামিদপুর গ্রামের বাসিন্দা মাদক ব্যবসায়ী শাকিল মিয়ার বাড়ির সামনে সরিষা খেত থেকে পলিথিন দিয়ে মোড়ানো ৩ কেজি গাঁজাসহ শাকিল মিয়া (২২) ও একই গ্রামের মিঠুন মিয়া (২২)কে আটক করা হয়। এ ঘটনায় ওই ৬ জন মাদক ব্যবসায়ীকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা হয়েছে।
মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জাহিদুল হক বলেন, উপজেলার চান্দালীপাড়া ও হামিদপুর গ্রামে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১২কেজি গাঁজাসহ ছয়জন মাদকব্যবসায়ীকে আটক করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় পৃথক দুটি মামলা হয়েছে। আজ বিকেলে ওই ছয়জন আসামিকে আদালতের মাধ্যমে সুনামগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।
এসএ-০১/এএফ-০৫