সিলেট মিরর ডেস্ক
ডিসেম্বর ১৭, ২০২২
০৫:০৪ অপরাহ্ন
আপডেট : ডিসেম্বর ১৭, ২০২২
০৫:০৪ অপরাহ্ন
মহান বিজয় দিবস উপলক্ষে সুনামগঞ্জের দিরাই উপজেলার রাজনগর ইউনিয়নের এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আলোকিত উমেদনগর নামে স্থানীয় একটি সামাজিক সংগঠন।
গতকাল শনিবার বেলা সাড়ে ৩টার দিকে উমেদনগর গ্রামের মাঠে এ সংবর্ধনার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দিরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর আলম চৌধুরী।
সংগঠনের প্রধান উপদেষ্টা হুমায়ুন খানের সভাপতিত্বে এবং মাওলানা আশিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন দিরাই উপজেলার ভাইস চেয়ারম্যান মো. মোহন চৌধুরী, প্রধান শিক্ষক রাকেশ চন্দ্র পুরকায়স্থ, প্রধান শিক্ষক দোলন রায় তালুকদার, শফিকুল ইসলাম, শেকুল ইসলাম, সিজিল মিয়া, শিক্ষক চন্দ্রশেখর তালুকদার, সমাজকর্মী মিজানুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সংগঠনের সদস্যরা।
আলোচনা শেষে উত্তীর্ণ মেধাবী ৪২ শিক্ষার্থীর মধ্যে সম্মাননা ক্রেস্ট ও পুরস্কার তুলে দেওয়া হয়।