ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি
ডিসেম্বর ২৬, ২০২২
০২:২৯ অপরাহ্ন
আপডেট : ডিসেম্বর ২৬, ২০২২
০২:২৯ অপরাহ্ন
সুনামগঞ্জের ধর্মপাশায় ড্রেজার মেশিন দিয়ে সরকারি জায়গায় অবৈধভাবে মাটি উত্তোলন ও সরকারি জায়গায় মাটি ভরাট করে অবৈধভাবে দখলের অভিযোগে তিনটি ড্রেজার মেশিন জব্দ ও তিনজন ব্যক্তিকে ২৮ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ সোমবার দুপুর ১২টার দিকে ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের সুনই ও বেখইজোড়া গ্রামে পৃথক অভিযান চালান ভ্রাম্যমান আদালত।
অর্থদন্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার পাইকুরাটি ইউনিয়নের সুনই গ্রামের অলি মিয়া (৩৩), একই ইউনিয়নের কুর্শিবাড়ী গ্রামের সিদ্দিক মিয়া (৪০) ও বেখইজোড়া গ্রামের ইমরান মিয়া (৩০)। দণ্ডপ্রাপ্তরা জরিমানার টাকা পরিশোধ করে মুক্তি পান।
অভিযান পরিচালনা করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) দায়িত্বে থাকা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অলিদুজ্জামান।
এসএ-০১/এএফ-০১