বসতবাড়ি নির্মাণের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন!

তাহিরপুর প্রতিনিধি


জানুয়ারি ১৯, ২০২৩
০৯:১২ পূর্বাহ্ন


আপডেট : জানুয়ারি ১৯, ২০২৩
০৯:১২ পূর্বাহ্ন



বসতবাড়ি নির্মাণের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন!


বসতবাড়ি নির্মাণের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন হয়েছেন।

আজ বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) সকাল ৯টায় সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শ্রীপুর দক্ষিণ ইউনিয়নের শ্রীপুর গ্রামে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী জানান, শ্রীপুর গ্রামের মৃত তাহের আলীর দুই স্ত্রীর মধ্যে প্রথম স্ত্রীর ঘরে ৪ ছেলে ও দ্বিতীয় স্ত্রীর ঘরে ২ ছেলে সন্তান রয়েছেন। তাদের মধ্যে বসতবাড়ির পৈত্রিক সম্পত্তি নিয়ে বিরোধ ছিল। আজ সকালে দ্বিতীয় স্ত্রীর ঘরের ছেলেরা বসতঘর নির্মাণের প্রস্তুতি নিলে প্রথম স্ত্রীর ঘরের তিন ছেলে এ কাজে বাঁধা দেন। কথা কাটাকাটির এক পর্যায়ে প্রথম স্ত্রীর ঘরের তিন ছেলে শাহজাহান, নুরুল হক ও শাহ আলম তাদের বড় ভাই নুরুল আমিনের সঙ্গে মারামারিতে লিপ্ত হয়। এতে ঘটনাস্থলেই বড় ভাই নুরুল আমিনের (৪৫) মৃত্যু হয়।

ঘটনার সত্যতা স্বীকার করেছেন তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ ইফতেখার হোসেন।


এএইচএম-০১/এএফ-০৬