চার দফা দাবিতে মধ্যনগরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

ধর্মপাশা প্রতিনিধি


মার্চ ০১, ২০২৩
১০:১৬ অপরাহ্ন


আপডেট : মার্চ ০১, ২০২৩
১০:১৭ অপরাহ্ন



চার দফা দাবিতে মধ্যনগরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল


সরকারি খাস জমি স্থানীয় ভূমিদস্যুদের হাত থেকে রক্ষা, প্রকৃত ভূমিহীনদের খাস জমি বন্দোবস্ত দেওয়া, সরকারি প্রাথমিক বিদ্যালয় নির্মাণসহ বিভিন্ন দাবিতে সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। 

আজ বুধবার (১ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার মধ্যনগর বাজারের স্থানীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এর আগে এসব দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল করেন তারা। 

মানববন্ধনে বক্তব্য দেন রসুলপুর গ্রামের বাসিন্দা আওলাদ হোসেন,মজিবুর রহমান,ফাহিম চৌধুরী, রোকসানা আক্তার প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, ‘উপজেলার চামরদানী ইউনিয়নের রসুলপুর গ্রামে ১৮ একর সরকারি খাস ভূমি রয়েছে। রসুলপুর গ্রামটিও সরকারি খাস ভূমিতে রয়েছে।  প্রায় ৩৫বছর ধরে এই গ্রামটিতে শতাধিক পরিবার বসতঘর নির্মাণ করে সরকারি খাস জমিতে স্থায়ীভাবে বসবাস করে আসছেন। ১৮ একর খাসভূমির মধ্যে মাত্র সাত একর ভূমি স্থানীয় ভূমিহীনদের দখলে রয়েছে।’ অবশিষ্ট খাস ভূমি স্থানীয় প্রভাবশালীদের দখলে রয়েছে ‘ তারা দ্রুত এসব অবৈধ দখলদারদের উচ্ছেদের দাবি জানান। 

উপজেলার চামরদানী ইউনিয়নের রসুলপুর গ্রামের বাসিন্দা আওলাদ হোসেন বলেন, ‘স্থানীয় একটি প্রভাবশালী মহল আমাদের রসুলপুর গ্রামে থাকা সরকারি খাস ভূমি দখল করে রেখেছেন। আমাদেরকে সরকারি খাস ভূমিতে আবাদ করতে দেওয়া হচেছ না।  অবিলম্বে অবৈধ দখলদারদের উচ্ছেদ করে আমাদের গ্রামের ভূমিহীনদের ওই খাস জমি বন্দোবস্ত দেওয়াসহ বিভিন্ন দাবিতে আমরা মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছি। এ ছাড়া বিষয়টি নিয়ে  ইউএনও বরাবর  লিখিতভাবে আবেদন করেছি।

মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদ হাসান খান বলেন, ‘এ সংক্রান্ত একটি লিখিত আবেদন আমি পেয়েছি। এ ব্যাপারে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।’


এসএ-০১/এএফ-০৪