সিলেট মিরর ডেস্ক
মার্চ ২৬, ২০২৩
০৩:৩২ অপরাহ্ন
আপডেট : মার্চ ২৬, ২০২৩
০৩:৩৩ অপরাহ্ন
বাংলাদেশ সরকারের পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি বলেছেন, ‘কিছু মানুষ আছে যারা বাংলাদেশে বসবাস করে, এদেশে খায় আবার বদনাম করে, তাদের প্রতিহত করতে হবে। স্বাধীনতা বিরোধীদেরকে ক্ষমা করা যাবে না৷’ তিনি আরও বলেন, ‘বর্তমান সরকারের বলিষ্ঠ নেতৃত্বে দেশের যুগান্তকারী উন্নয়ন হয়েছে৷ দেশকে আর কেউ দাবায়ে রাখতে পারবে না।’
আজ রবিবার (২৬ মার্চ) সকালে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলা স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ শেষে উপজেলা প্রশাসন আয়োজিত বীর মুক্তিযোদ্ধা সংবর্ধনা ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পরিকল্পনামন্ত্রী বলেন, ‘কিছু মানুষ আছে যারা বাংলাদেশে বসবাস করে, এদেশে খায় আবার বদনাম করে, তাদের প্রতিহত করতে হবে। স্বাধীনতা বিরোধীদেরকে ক্ষমা করা যাবে না৷ রাজাকারদের দিন শেষ। তাদেরকে মানুষ ঘৃণা করে।’
তিনি বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে যারা তাদের জীবন দিয়ে দেশকে স্বাধীন করে গেছেন সেই বীর শহীদের আজীবন শ্রদ্ধার সাথে স্মরণ করতে হবে। তাদের রেখে যাওয়া বাংলাদেশ আজ উন্নয়ন অগ্রযাত্রায় এগিয়ে যাচ্ছে। আরও যাবে৷ বর্তমান সরকারের বলিষ্ঠ নেতৃত্বে দেশের যুগান্তকারী উন্নয়ন হয়েছে৷ দেশকে আর কেউ দাবায়ে রাখতে পারবে না।’
মন্ত্রী আরও বলেন, ‘দেশকে এগিয়ে নিতে হলে কাজ করতে হবে৷ কাজের বিকল্প নেই। দেশের শ্রমিক ভাইদের শ্রদ্ধা জানাই যাদের শ্রমঘামে এগিয়ে যাচ্ছে দেশ। সকল রেমিট্যান্স যোদ্ধাদের সম্মান করতে হবে৷ তারা দেশের উন্নতিতে অনেক অবদান রাখছেন। সবাইকে নিয়ে এই দেশটাকে সুন্দরভাবে এগিয়ে নিতে চাই আমরা৷’
এসময় উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ বঙ্গবন্ধু মেডিকেল কলেজের অধ্যক্ষ মনোজিৎ মজুমদার, শান্তিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার উজ জামান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রানী তালুকদার, এসিল্যান্ড সকিনা আক্তার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. জসিম উদ্দীন শরিফী, শান্তিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি সিতাংশু শেখর ধর সিতু, সাধারণ সম্পাদক হাসনাত হোসেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) খালেদ চৌধুরীসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
এর আগে সকাল ৯ টায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে উপজেলা আওয়ামীলীগের নেতাকর্মীদের নিয়ে উপজেলা স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন মন্ত্রী। পরে একে একে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, উপজেলা পরিষদ, স্বাস্থ্য কমপ্লেক্স, থানা প্রশাসন, ফায়ার সার্ভিস, শান্তিগঞ্জ প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ শ্রদ্ধানিবেদন করেন৷
এরপর মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে শান্তিগঞ্জ উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে পতাকা উত্তোলন, সালাম গ্রহণ, শান্তির প্রতীক পায়রা অবমুক্ত ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন, কুচকাওয়াজ পরিদর্শন, ডিসপ্লে প্রদর্শন ও পুরস্কার বিতরণ এবং বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা অনুষ্ঠানে অংশ নেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি।
এ্