নাজিরবাজার দুর্ঘটনা: ঘাতক ট্রাকচালক গ্রেপ্তার

সিলেট মিরর ডেস্ক


জুন ১১, ২০২৩
০৫:২২ অপরাহ্ন


আপডেট : জুন ১১, ২০২৩
০৫:৩৬ অপরাহ্ন



নাজিরবাজার দুর্ঘটনা: ঘাতক ট্রাকচালক গ্রেপ্তার


সিলেট-ঢাকা মহাসড়কের দক্ষিণ সরমার নাজির বাজারের কুতুবপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় ১৫ জন নিহত হওয়ার ঘটনায় ঘাতক ট্রাক চালককে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৯।

বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-৯ এর গণমাধ্যম কর্মকর্তা সিনিয়র এএসপি আফসান আল আলম। 

উল্লেখ্য, গত বুধবার ভোরে সিলেটের দক্ষিণ সুরমার ঢাকা-সিলেট মহাসড়কের নাজিরবাজারে ট্রাক ও শ্রমিকদের বহনকারী পিকআপ ভ্যানের সংঘর্ষে ১৫ শ্রমিকের মৃত্যু হয়। সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে আরও একজনের মৃত্যু হয়। তাঁরা নগরের আম্বরখানা এলাকা থেকে ঢালাই কাজের জন্য ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজারে যাচ্ছিলেন।


এসই/ ০৪