সিলেট মিরর ডেস্ক
জুন ১৪, ২০২৩
০১:০১ পূর্বাহ্ন
আপডেট : জুন ১৪, ২০২৩
০১:০১ পূর্বাহ্ন
সিলেটের বিয়ানীবাজারের আলীনগর ইউনিয়নে এক সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
সোমবার (১২ জুন) বিকেল ৪টার দিকে বিয়ানীবাজার-সিলেট আঞ্চলিক মহাসড়কের টিকরপাড়া এলাকায় মোটরসাইকেলে পেছন দিক থেকে ট্রাক ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় নিহত মাইদুল ইসলাম (২৭) সিলেটের মেটাল প্লাস নামে একটি কোম্পানিতে কর্মরত ছিলেন। তিনি গাইবান্দা জেলার সুন্দরগঞ্জ উপজেলার নওশের আলীর পুত্র।
দুর্ঘটনায় খবর পেয়ে বিয়ানীবাজার থানা পুলিশের একটি দল দুর্ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠান। এসময় পুলিশ ট্রাক ও মোটরসাইকেল জব্দ করে। তবে ট্রাকচালক ও তার সহকারী পালিয়ে যায়।
দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন নিহত মাইদুল ইসলামের সহকর্মীরা। মাইদুলের নিথর মরদেহ তারা নিশ্চিত করেন।
মেটাল প্লাসের সিলেট জোনের ম্যানেজার সেলিম হোসেন বলেন, সোমবার সে প্রতিদিনের মতো অফিসের কাজে এসেছিল বিয়ানীবাজার উপজেলায়। প্রয়োজনীয় কাজ শেষে বেলা ৩টায় টিকরপাড়া এলাকায় দাঁড়ালে একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-২৪-১৭৫৬) পেছন থেকে তাকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে সে ছিটকে পড়ে এবং তার পুরো মাথা থেতলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, ঘাতক ট্রাক এবং মোটরসাইকেল উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। দুর্ঘটনার পরপরই ট্রাকচালক পালিয়ে গেছে। তাকে ধরতে পুলিশ তৎপর রয়েছে।
এসই/০২