নিজস্ব প্রতিবেদক
জুন ১৬, ২০২৩
০২:৫০ অপরাহ্ন
আপডেট : জুন ১৬, ২০২৩
০৩:৪২ অপরাহ্ন
সিলেট ও এর আশপাশ এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে। মৌলভীবাজার ও সুনামগঞ্জে এ ভূম্পন অনূভূত হয় বলে জানা গেছে।
আজ শুক্রবার (১৬ জুন) সকাল ১০টা ৪৬ মিনিট ১৫ সেকেন্ডে এ ভূমিকম্প অনুভূত হয়।
সিলেট আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ শাহ মোহাম্মদ সজিব হোসেন সিলেট মিরর-কে বলেন, আজ সকাল ১০ টা ৪৬ মিনিট ১৫ সেকেন্ডে এ ভূমিকম্প অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ছিল সিলেটের গোলাপগঞ্জ। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৪ দশমিক ৫।
তবে ভূমিকম্প নিয়ে কাজ করা মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫।
ভূমিকম্পের উপকেন্দ্র ছিল সিলেট শহর থেকে ২৩.৮ কিলোমটার দক্ষিণ-পূর্বে, মৌলভীবাজার থেকে ৪০ কিলোমিটার উত্তরপূর্বে, ভারতের আসামের করিমগঞ্জ থেকে ৩৪.৩ কিলোমিটার পশ্চিম দক্ষিণ-পশ্চিমে।
ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে।
তবে এতে সিলেটের কোথাও কোনো ক্ষয়ক্ষতির তথ্য জানা যায়নি।
এএফ/০১