হাসপাতাল থেকে বাসায় ফিরছেন খালেদা জিয়া

সিলেট মিরর ডেস্ক


জুন ১৮, ২০২৩
০১:৪০ পূর্বাহ্ন


আপডেট : জুন ১৮, ২০২৩
০১:৪০ পূর্বাহ্ন



হাসপাতাল থেকে বাসায় ফিরছেন খালেদা জিয়া

- ফাইল ছবি


বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া হাসপাতাল থেকে বাসায় পৌঁছেছেন।

আজ শনিবার (১৭ জুন) রাত আটটার দিকে তিনি বাসায় পৌঁছান। এর আগে সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটের দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে গুলশানের বাসভবন ফিরোজার উদ্দেশে বের হন। 

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শামসুদ্দিন দিদার এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, খালেদা জিয়া ১২ জুন মধ্যরাতে অসুস্থ হয়ে পড়েন। এরপর রাত ১টা ৪০ মিনিটে তাকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। পাঁচ দিন পর আজ মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুসারে চিকিৎসা শেষে হাসপাতাল থেকে বাসার উদ্দেশে রওনা হন বিএনপির চেয়ারপারসন।

খালেদা জিয়াকে যখন রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়, তখন বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জানিয়েছিলেন, খালেদা জিয়ার চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ডের সদস্যরা তাকে হাসপাতালে ভর্তি করার সিদ্ধান্ত নেন। চিকিৎসকদের সিদ্ধান্তে তাকে রাতেই হাসপাতালে ভর্তি করা হয়।

এর আগে ২৯ এপ্রিল নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া।

এএফ/০৯